মুম্বইয়ের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন সবটা। করিনা জানান, সইফ (Kareena-Saif) পঞ্চম বার বাবা হতে নিশ্চয় চাইবেন না। কারণ তাঁর ২০, ৩০, ৪০ এবং ৫০ সব বয়সেই একটি করে সন্তান হয়েছে। করিনার আগে সইফ বিয়ে করেছিলেন অমৃতা সিংকে। অমৃতা ও সইফ-এর দুই সন্তান। সারা আলি খান এবং ইব্রাহিম। করিনা জানান, সারা এবং ইব্রাহিমকে নিজের বন্ধু মনে করেন সইফ। সারা ও ইব্রাহিম অনেক কিছুই শেয়ার করে তাদের বাবার সঙ্গে। আবার অনেক কিছুই লুকিয়ে যায়। যা টিনেজ বয়েসে খুব স্বাভাবিক। এই দুই সন্তানের সঙ্গে সইফের সম্পর্ক খুব ভাল।
advertisement
আরও পড়ুন: ফুল নয়, তিনি বোমা ! যশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে সাহসী নুসরত !
তার পরে এখন সইফের (Kareena-Saif) জীবনে রয়েছে তৈমুর ও জেহ। যাদেরকে যথেষ্ট সময় দেন সইফ। এই চার সন্তানের পর আর কেন বাবা হতে চাইবেন সইফ? প্রশ্ন তোলেন করিনা। চার সন্তানকে নিয়ে সুখের সংসার এখন তাঁদের। যদিও সইফকে ডিভোর্স দেওয়ার পর জীবন শেষ করে ফেলতে চেয়েছিলেন অমৃতা সিং। তারপর থেকে একেবারেই নিজেকে সব কিছু দূরে রেখেছেন তিনি। তবে মেয়ে সারা সব সময় মায়ের সঙ্গে থাকেন। সঠিক শিক্ষায় ছেলে মেয়েকে মানুষ করেছেন অমৃতা। তবে করিনার সাফ জবাব সইফ আর বাবা হচ্ছে না।