Nusrat-Yash: ফুল নয়, তিনি বোমা ! যশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে সাহসী নুসরত !

Last Updated:
Nusrat-Yash: সব সময় সাহসী নুসরত। প্রেম হোক বা জীবনের যা কিছু। লুকোছাপা নেই তাঁর! যশের সঙ্গে তুমুল সাহসী নুসরত ভাইরাল।
1/5
নুসরত ও যশ। টলিউডের এই কাপল এখন সব থেকে বেশি চর্চায় থাকেন। নুসরত নিজের জীবনের সব সত্যি অকপটে স্বীকার করে নেওয়ার সাহস রাখেন। বিয়ে ভাঙা থেকে যশের সঙ্গে প্রেম, কোনও কিছুতেই লুকোছাপা নেই তাঁর। photo source Instagram
নুসরত ও যশ। টলিউডের এই কাপল এখন সব থেকে বেশি চর্চায় থাকেন। নুসরত নিজের জীবনের সব সত্যি অকপটে স্বীকার করে নেওয়ার সাহস রাখেন। বিয়ে ভাঙা থেকে যশের সঙ্গে প্রেম, কোনও কিছুতেই লুকোছাপা নেই তাঁর। photo source Instagram
advertisement
2/5
সম্প্রতি নুসরত ও যশ গিয়েছেন কলকাতার বাইরে। ছবির শ্যুটিংয়েই গিয়েছেন তাঁরা। তবে সে বিষয়ে বিস্তর কিছু জানাননি।  photo source Instagram
সম্প্রতি নুসরত ও যশ গিয়েছেন কলকাতার বাইরে। ছবির শ্যুটিংয়েই গিয়েছেন তাঁরা। তবে সে বিষয়ে বিস্তর কিছু জানাননি। photo source Instagram
advertisement
3/5
বাইরে গিয়েই সাহসী ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন নুসরত। গোলাপি চশমা, প্রিন্টেড ড্রেসে মোহময়ী তিনি।  photo source Instagram
বাইরে গিয়েই সাহসী ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন নুসরত। গোলাপি চশমা, প্রিন্টেড ড্রেসে মোহময়ী তিনি। photo source Instagram
advertisement
4/5
এই ছবি শেয়ার করে নুসরত লেখেন, ফুলের নতো নয়, বোমার মতো ফেটে পড়তে হবে। সত্যিই তিনি নিজের জীবনকে সাহস নিয়ে দেখেন। আর তাই তো সব কিছু মেনে নেওয়ার সাহস তাঁর আছে।  photo source Instagram
এই ছবি শেয়ার করে নুসরত লেখেন, ফুলের নতো নয়, বোমার মতো ফেটে পড়তে হবে। সত্যিই তিনি নিজের জীবনকে সাহস নিয়ে দেখেন। আর তাই তো সব কিছু মেনে নেওয়ার সাহস তাঁর আছে। photo source Instagram
advertisement
5/5
নুসরতের এই ছবি দেখে ইতিমধ্যেই প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। এর আগে বিমানের ভিডিও, ছবি পোস্ট করেছেন নুসরত। যশের সঙ্গে এখন তিনি আনন্দে, ভালোবাসায় কাটাচ্ছেন সময়।  photo source Instagram
নুসরতের এই ছবি দেখে ইতিমধ্যেই প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। এর আগে বিমানের ভিডিও, ছবি পোস্ট করেছেন নুসরত। যশের সঙ্গে এখন তিনি আনন্দে, ভালোবাসায় কাটাচ্ছেন সময়। photo source Instagram
advertisement
advertisement
advertisement