'বজরঙ্গী ভাইজান'-এর দ্বিতীয় কিস্তির নাম হতে চলেছে 'পবনপুত্র ভাইজান'। শোনা গিয়েছে, এই ছবিতে নায়িকার ভূমিকায় করিনাকে সরিয়ে পূজা হেগড়েকে নিয়েছেন সলমন। 'কিসি কি ভাই কিসি কা জান'-এও সলমনের বিপরীতে অভিনয় করেছেন পূজা। এ বার আরও একটি ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে তাঁদের।
আরও পড়ুন: পথ দুর্ঘটনায় নায়িকার প্রেমিকের মৃত্যু! শোকে পাথর শমিতা আজও প্রেম করতে ভয় পান
advertisement
আরও পড়ুন: 'ফাটাফাটি' গান 'জানি অকারণে' প্রথমবারের জন্য রোম্যান্টিক মেজাজে ঋতাভরী ও আবীর
ছবির চিত্রনাট্যকার কে কে বিজয়েন্দ্র প্রসাদ জানিয়েছিলেন, গল্পটি কেমন হতে চলেছে, তা তিনি সলমনকে জানিয়েছিলেন। অভিনেতারও সেটি খুব পছন্দ হয়। আপাতত কাজ শুরুর অপেক্ষা।
সলমনের সঙ্গে পূজার ঘনিষ্ঠতা নিয়ে ইন্ডাস্ট্রিতে কম কানাঘুষো নয়। অনেকেই বলছেন বয়সে ২৫ বছরের ছোট অভিনেত্রীকে মন দিয়েছেন 'ভাইজান'। তবে অভিনেতার ঘনিষ্ঠমহলের দাবি, এ সবই গুঞ্জন। পূজার সঙ্গে সলমনের তেমন কোনও সম্পর্ক নেই।