Shamita Shetty's Boyfriend's Death: পথ দুর্ঘটনায় নায়িকার প্রেমিকের মৃত্যু! শোকে পাথর শমিতা আজও প্রেম করতে ভয় পান

Last Updated:
Shamita Shetty's Boyfriend Death: রাকেশ ও শমিতার বিয়ে হবে বলেও শোনা গিয়েছিল। কিন্তু তার আগেই নায়িকা বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, রাকেশ এবং তিনি আর একসঙ্গে নেই। বিচ্ছেদ হয়েছে তাঁদের।
1/7
বলিউডে নিজের পরিচয় তৈরি করলেও এখনও তিনি শিল্পা শেট্টির বোন হিসেবেই বেশি পরিচিত। অভিনেত্রী শমিতা শেট্টির জীবনের ভয়ানক অন্ধকার একটি অধ্যায়ের কথা হয়তো অনেকেই জানেন না। কিন্তু নায়িকা নিজেই ‘বিগ বস ওটিটি’-তে নিজের প্রেমিকের মৃত্যুর কথা বলেছিলেন।
বলিউডে নিজের পরিচয় তৈরি করলেও এখনও তিনি শিল্পা শেট্টির বোন হিসেবেই বেশি পরিচিত। অভিনেত্রী শমিতা শেট্টির জীবনের ভয়ানক অন্ধকার একটি অধ্যায়ের কথা হয়তো অনেকেই জানেন না। কিন্তু নায়িকা নিজেই ‘বিগ বস ওটিটি’-তে নিজের প্রেমিকের মৃত্যুর কথা বলেছিলেন।
advertisement
2/7
জানেন কি, শমিতার প্রথম প্রেমিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান? সেই ঘটনা নায়িকার জীবন ওলটপালট করে দিয়েছিল। তাঁকে ভুলতে পারেননি আজও।
জানেন কি, শমিতার প্রথম প্রেমিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান? সেই ঘটনা নায়িকার জীবন ওলটপালট করে দিয়েছিল। তাঁকে ভুলতে পারেননি আজও।
advertisement
3/7
‘বিগ বস ওটিটি’-র ঘরে সহ-প্রতিযোগী গায়িকা নেহা ভাসিনকে জানিয়েছিলেন। টেলিভিশনের পর্দায় হাউ হাউ করে কাঁদতে দেখা গিয়েছিল ৪৪ বছরের অভিনেত্রীকে।
‘বিগ বস ওটিটি’-র ঘরে সহ-প্রতিযোগী গায়িকা নেহা ভাসিনকে জানিয়েছিলেন। টেলিভিশনের পর্দায় হাউ হাউ করে কাঁদতে দেখা গিয়েছিল ৪৪ বছরের অভিনেত্রীকে।
advertisement
4/7
তিনি বলেন, ‘‘এই জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। কাউকে নিজের কাছাকাছি আসতে দিইনি। অন্য কারও হাত ধরে তাঁকে নিজের দায়িত্ব না দিয়ে একাই নিজেকে সামলাতে চাই আমি।’’
তিনি বলেন, ‘‘এই জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। কাউকে নিজের কাছাকাছি আসতে দিইনি। অন্য কারও হাত ধরে তাঁকে নিজের দায়িত্ব না দিয়ে একাই নিজেকে সামলাতে চাই আমি।’’
advertisement
5/7
সেই সময়ে রাকেশ বাপাটের সঙ্গে বিবাদ চলছিল। রাকেশের সঙ্গে রিয়্যালিটি শো-র ঘরেই প্রেম হয়েছিল শমিতার। যদিও সে সম্পর্ক টেকেনি শো থেকে বেরোনোর পর।
সেই সময়ে রাকেশ বাপাটের সঙ্গে বিবাদ চলছিল। রাকেশের সঙ্গে রিয়্যালিটি শো-র ঘরেই প্রেম হয়েছিল শমিতার। যদিও সে সম্পর্ক টেকেনি শো থেকে বেরোনোর পর।
advertisement
6/7
রাকেশ ও শমিতার বিয়ে হবে বলেও শোনা গিয়েছিল। কিন্তু তার আগেই নায়িকা বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, রাকেশ এবং তিনি আর একসঙ্গে নেই। বিচ্ছেদ হয়েছে তাঁদের।
রাকেশ ও শমিতার বিয়ে হবে বলেও শোনা গিয়েছিল। কিন্তু তার আগেই নায়িকা বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, রাকেশ এবং তিনি আর একসঙ্গে নেই। বিচ্ছেদ হয়েছে তাঁদের।
advertisement
7/7
এক প্রেমিকের মৃত্যুর পর রাকেশের সঙ্গে সারাজীবন কাটাবেন ভেবেছিলেন শমিতা। কিন্তু ভাগ্যে সইল না সেই আনন্দ। মিল হল ক্ষণিকের জন্য। তার পর আলাদা হয়ে যেতে হলেই পরবর্তী প্রেমিকের সঙ্গেও। এখন আবারও তিনি একা।
এক প্রেমিকের মৃত্যুর পর রাকেশের সঙ্গে সারাজীবন কাটাবেন ভেবেছিলেন শমিতা। কিন্তু ভাগ্যে সইল না সেই আনন্দ। মিল হল ক্ষণিকের জন্য। তার পর আলাদা হয়ে যেতে হলেই পরবর্তী প্রেমিকের সঙ্গেও। এখন আবারও তিনি একা।
advertisement
advertisement
advertisement