এবারেও যেমন সেটাই হল। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চলতি বছরের পুরস্কারের আসর বসেছিল মঙ্গলবার রাতে। রেড কার্পেটে শাহিদকে দেখা যায় পরিচালক জুটি রাজ এবং ডিকে-র সঙ্গে। ঠিক সেই সময়েই সেখান দিয়ে হেঁটে আসছিলেন করিনা।
advertisement
খুবই ভারি এক লেহঙ্গার সাজে ধরা দিয়েছিলেন পতৌদি ঘরণী। সেটা সামলাতে পিছনে একজন ছুটছিলেন প্রায় বলা যায়। হেঁটে আসতে আসতে যখন সবার মুখোমুখি হলেন নায়িকা, পরিচালকদের দেখে হাসলেন, হাতও নাড়লেন। শাহিদও যে সেখানে, তাঁর ভাবভঙ্গী দেখে বোঝাই গেল না। পাত্তাই দিলেন না তিনি প্রাক্তনকে।
শাহিদ অবশ্য এই নিয়ে কোনও রকম অস্বস্তিতে পড়েননি। করিনাকে দেখেই মৃদু হেসে মুখ নামিয়ে নিয়েছিলেন তিনি। সেই ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।
অবশ্য, এই পাত্তা না দেওয়া এবং পাত্তা না পাওয়ার ব্যাপারটা চলছে দুই পক্ষেই অনেক বছর ধরে বিচ্ছেদের পর থেকে। এই যেমন করিনা এক অতীত সাক্ষাৎকারে সাফ জানিয়েছিলেন, শাহিদ তাঁকে বিয়েতে ডাকেননি, সেই জন্যই তিনি যাননি। তবে আমন্ত্রণ না পেলেও তাঁর শুভেচ্ছা যে শাহিদের জন্য তোলা, সে কথা জানিয়েছিলেন। সাংবাদিকদের একটু বকুনিও দিয়েছিলেন মৃদু ভাবে। বলেছিলেন, এটা বাস্তব জীবন, ছবির সেট নয়, অতএব কে কাকে বিয়েতে আমন্ত্রণ জানাবেন, তা নিয়ে জলঘোলা করার দরকার নেই।
জল কিন্তু ঘোলা হয়েই চলেছিল। সেই জন্য বহু বছর পরে মুখ খুলতে হয়েছিল শাহিকেও। করিনার বিয়েতে কেন যাননি, পড়তে হয়েছিল এই প্রশ্নের মুখে। ঠিক মনে পড়ছে না এত দিন বাদে, তবে বোধহয় আমন্ত্রণ জানানো হয়নি, এটুকু বলেই প্রশ্নে ইতি টেনেছিলেন নায়ক।
দেখা যাক, এবার এই উপেক্ষা নিয়ে পরে তাঁরা কিছু বলেন না কি!