TRENDING:

Karan Johar’s cryptic post : স্পর্শকাতরতা থেকে প্রেমের আঘাতে প্রলেপ, করণ জোহরের গভীর রাতের পোস্ট ঘিরে রহস্য

Last Updated:

Karan Johar’s cryptic post : তাঁর এই দুই পোস্টের কারণ কিছু স্পষ্ট হয়নি এখনও৷ তবে অনুরাগীদের মধ্যে বাড়ছে জল্পনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : বুধবার গভীর রাতে করা করণ জোহরের পোস্ট নিয়ে বাড়ছে রহস্য৷ বলিউডের এই খ্যাতনামী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে স্পর্শকাতরতা বা সেন্সিটিভিটি নিয়ে লিখেছেন ৷ আর এক পোস্টে লুকিয়ে আছে আঘাত ও প্রেমের ইঙ্গিতও৷ তাঁর প্রথম পোস্ট স্পর্শকাতরতা বা সংবেদনশীলতা নিয়ে৷ তাঁর দ্বিতীয় পোস্টে উঠে এসেছে ভালবাসা তথা প্রেম আঘাতের কথা৷ তাঁর দ্বিতীয় পোস্টের অর্থ হল, প্রতি আঘাতে যদি প্রলেপ লাগাবে, তাহলে ভালবাসা তো পুড়ে ছাই হয়ে যাবে৷ তাঁর এই দুই পোস্টের কারণ কিছু স্পষ্ট হয়নি এখনও৷ তবে অনুরাগীদের মধ্যে বাড়ছে জল্পনা৷
Karan Johar
Karan Johar
advertisement

নেপোটিজম ঝড় কাটিয়ে কাজের দিকে অবশ্য করণ দিব্যি আছেন৷ দীর্ঘ বিরতির পর তাঁর টক শো ‘কফি উইথ করণ’-এর সপ্তম মরশুম গত মাসে শুরু হয়েছে৷ এখনও পর্যন্ত চারটি পর্ব সম্প্রচারিত হয়েছে৷ পরবর্তী পর্বে দেখা যাবে ‘লাল সিং চড্ঢা’-র নায়ক নায়িকা আমির খান এবং করিনা কপূরকে৷ পরিচালক হিসেবেও ফিরছেন করণ৷ ২০১৬-র ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পর মুক্তি পাবে করণের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’৷ ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, রণবীর সিং, জয়া বচ্চন, ধর্মেন্দ্র এবং শাবানা আজমির মতো তারকারা ৷ সদ্যই শেষ হয়েছে ছবির শ্যুটিং৷

advertisement

আরও পড়ুন :  ৫৭ বছরের ছেলের মায়ের বয়স ৪০! কী বললেন আমির খান, জানুন

ছবির শ্যুটিং শেষ হওয়া উপলক্ষে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেন করণ৷  সঙ্গে ছিল একটি ভিডিও৷ সেখানে ছবির তারকারা কেক কেটে উদযাপন করলেন শ্যুটিংয়ের অন্তিম পর্ব ৷ ভিডিওর ক্যাপশনে করণ লেখেন এই ছবিটা তাঁর হৃদয়ের টুকরো৷ এই ছবি আসলে এক যাত্রাপথ যা তাঁর হৃদয়ের খুব কাছের ৷ পরিচালকের চেয়ারে বসে তাঁর মনে হয়েছিল যেন কত বছর বাড়িতে ফিরলেন ৷

advertisement

আরও পড়ুন :  হাজির গাঢ় রঙের সুতোয় গাঁথা হিরের রাখী! কেনার আগে জেনে নিন দাম

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

তারকা থেকে শুরু করে ক্যামেরার পিছনে থাকা অসংখ্য মুখ-সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন করণ ৷ ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ মুক্তি পাবে আগামী বছর ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Karan Johar’s cryptic post : স্পর্শকাতরতা থেকে প্রেমের আঘাতে প্রলেপ, করণ জোহরের গভীর রাতের পোস্ট ঘিরে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল