Rakshabandhan 2022 : হাজির গাঢ় রঙের সুতোয় গাঁথা হিরের রাখী! কেনার আগে জেনে নিন দাম
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Rakshabandhan 2022 : ফ্যাশনেবল মহার্ঘ্য ধারায় হাজির হিরের রাখীও৷ গত কয়েক বছরের মতো এ বারও গুজরাতের সুরাতে বিক্রি হচ্ছে হিরের রাখী৷
ভাই বোনের সম্পর্কের স্মারক একদিকে যেমন হেমন্তের ভাইফোঁটা, ঠিক তেমনই বর্ষার রাখীবন্ধন৷ ভাইয়ের হাতে বেঁধে দেওয়া হয় মাঙ্গলিক ও পবিত্র সুতো৷ রক্ষিত হয় বন্ধনের নিগড়৷ সঙ্গে পছন্দসই উপহারের আদানপ্রদান৷
যুগের সঙ্গে তাল মিলিয়ে রাখীও এখন ফ্যাশনেবল৷ মূল উপকরণ সুতো হলেও তার সঙ্গে থাকে রকমারি কেতাদুরস্ত সাজ-উপকরণ৷ ফুলের রাখী তো অনেক দিন ধরেই পরানো হয়ে আসছে৷ এ বার ফ্যাশনেবল মহার্ঘ্য ধারায় হাজির হিরের রাখীও৷ গত কয়েক বছরের মতো এ বারও গুজরাতের সুরাতে বিক্রি হচ্ছে হিরের রাখী৷
সংবাদ সংস্থা মারফত হিরের রাখীর বেশ কিছু ছবি এসেছে সামাজিক মাধ্যমেও৷ সেখানে শোভা পাচ্ছে গাঢ় রঙের সুতোয় হিরে দিয়ে গাঁথা রাখী! নির্মাণকারীরা জানিয়েছেন রিসাইকল্ড সোনা এবং হিরে দিয়ে তৈরি করা হয়েছে এই ইকো ফ্রেন্ডলি বা পরিবেশবান্ধব রাখী ৷ দাম পড়বে ৩ হাজার থেকে ৮ হাজার টাকা ৷ জানিয়েছেন ব্যবসায়ী রজনীকান্ত চাচন্দ ৷
advertisement
advertisement
Gujarat | Diamond Rakhis being sold in Surat ahead of the festival of Rakshabandhan
We have made eco-friendly rakhis that are made up of recycled gold while diamond has been used in a special way. It will cost around Rs 3,000 to Rs 8,000: Rajnikant Chachand, Businessman pic.twitter.com/Cv9D7kaowp — ANI (@ANI) August 2, 2022
advertisement
আরও পড়ুন : মেনোপজের পর এভাবে যত্ন নিন, ত্বক থাকবে তরুণীর মতো কোমল আর তুলতুলে!
পঞ্জিকা অনুযায়ী, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখীবন্ধন পালিত হয়। সেই কারণে শ্রাবণী পূর্ণিমা তিথিকে বলা হয় রাখীপূর্ণিমা। অনেকে আবার কাজরী পূর্ণিমাও বলেন। এ বছর আগামী ১১ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার ৷ রাখী পূর্ণিমার দিন এই বছর বিশেষ রবিযোগ পড়েছে। তার ফলে নাকি এই দিনের মাহাত্ম্য বেশ কিছুটা বেশি, এমনই মত জ্যোতিষবিদদের। রাখীবন্ধনের কিছু নিয়ম রয়েছে। যেমন, রাখী পরার সময়ে ভাইকে পূর্ব দিকে মুখ করে বসতে হয়। উল্টোদিকে বোন রাখী বাঁধবেন পশ্চিম দিকে মুখ করে বসে। ভাইয়ের ডান হাতের কবজিতে রাখী পরাতে হয়। কপালে এঁকে দিতে হয় চন্দনের টিকা।
advertisement
হিরের রাখী কার্যত আধুনিক অলঙ্কার৷ অনেক ছেলেই কিন্তু গয়না ভালবাসেন৷ দাদা বা ভাইয়ের পছন্দ অনুযায়ী ভেবে দেখতে পারেন হাল্কা ও ছিমছাম হীরক-রাখীর কথা৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 02, 2022 11:04 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rakshabandhan 2022 : হাজির গাঢ় রঙের সুতোয় গাঁথা হিরের রাখী! কেনার আগে জেনে নিন দাম