TRENDING:

Vijay Deverakonda Ananya Panday : বিজয় দেবেরকোন্ডা শেষ কবে সঙ্গমে লিপ্ত হয়েছেন? দ্রুত লাফিয়ে উঠে উত্তর দিলেন অনন্যা

Last Updated:

Vijay Deverakonda Ananya Panday : করণ বিজয়কে জিজ্ঞেস করে যে তার কখনও থ্রিসম অভিজ্ঞতা আছে কিনা। বিজয় উত্তর দেয় "না"। করণ তারপর জিজ্ঞাসা করে যে সে এটির জন্য প্রস্তুন কিনা এবং বিজয় উত্তর দেয় "হয়তো"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লাইগার সিনেমা দিয়েই প্রথম বলিউডে পা দিচ্ছেন বিজয় দেভারকোন্ডা। সঙ্গে অভিনয়ে রয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। লাইগারের ট্রেলর আত্মপ্রকাশ পাওয়ার পর থেকেই অভিনতা তাঁর রূপ এবং ফিটনেসে দর্শকের মনে একটা জায়গা করে নিয়েছে। অভিনেতা অসামান্য স্টান্টের জন্য ইতিমধ্যেই আলচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিজয় হাতেগোনা একটি বা দুটি সংলাপ বলেন এছা়ড়া বাকিটা প্রচণ্ড মারামারি করতে দেখা যায়।
advertisement

এরপর কফি উইথ করনের সপ্তম সপ্তাহে একসঙ্গে দেখা যাবে অনক্রিন যুগলকে। সদ্য তাঁর প্রোমো নিজেই পোস্ট করেছেন হোস্ট করণ জোহর।

প্রোমোতে একের পর এক বোমা ছুড়েছেন অভিনেতারা। তারমধ্যে বিজয়কে জিজ্ঞাসা করা হয় যে তিনি শেষ কবে সেক্স করেছিলেন। অনন্যা দ্রুত লাফিয়ে উঠে বলে, “আমি কি অনুমান করতে পারি? এটা আজ সকালে হওয়া উচিত। হোস্ট করণ তো উত্তর শুনে চমকে উঠেছেন।

advertisement

শেষের দিকে, করণ বিজয়কে জিজ্ঞেস করে যে তার কখনও থ্রিসম অভিজ্ঞতা আছে কিনা। বিজয় উত্তর দেয় "না"। করণ তারপর জিজ্ঞাসা করে যে সে এটির জন্য প্রস্তুন কিনা এবং বিজয় উত্তর দেয় "হয়তো"। মানে বোঝাই যাচ্ছে এই অভিনেতা বলিউডে প্রবেশ করেই একের পর এক তাক লাগানো বিষয় করছেন। তিনি যে লম্বা রেসের ঘোড়া, তা আর কোনও সন্দেহ নেই...

advertisement

আরও পড়ুন: অভিনয় না করলে আমি একজন রাঁধুনি হতাম: ধনুষ! তবে প্রিয় রান্নার নাম শুনলে অবাক হবেন

কেজো বিজয়কে জিজ্ঞাসা বলেন যে জাহ্নবী কাপুর এবং সারা আলি খান উভয়েই বিজয়ের প্রতি ক্রাশ থাকার কথা স্বীকার করেছেন। বিজয়ের উত্তর এই ছিল: "এটা কোথায় নিয়ে যাচ্ছে তা নিয়ে আমি ভয় পাচ্ছি।"

advertisement

আরও পড়ুন: পর্দার সামনের ডিভা দীপিকাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান! ক্যামেরার পিছনে কেমন কাটে অভিনেত্রীর?

আসন্ন পর্বের প্রোমো শেয়ার করে, শো-এর হোস্ট করণ জোহর লিখেছেন: "গুরুতর প্রশ্ন - আপনি কি চিজ পছন্দ করেন? তাহলে আপনি হটস্টার স্পেশাল কফি উইথ করণ সপ্তম এপিসোডের চতুর্থ পর্ব পছন্দ করবেন। এই বৃহস্পতিবারে শুধুমাত্র Disney+ Hotstar-এ দেখা যাবে।"

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, 'লাইগার'-এর হাত ধরেই বলিউডে অভিষেক হবে বিজয়ের। পোস্টারে তাঁর প্রথম লুক দেখে ভক্তরা মুগ্ধ। রাগি চেহারা, এলোমেলো চুলে বিজয়কে লাগছে অ্যাংরি ইয়ং ম্যান। এ কথা অস্বীকার করা যায় না বলিউডে আরও একবার নিজেকে তুলে ধরার সুযোগ পেলেন একজন দক্ষিণী তারকা। বিজয় দক্ষিণের জনপ্রিয় একজন অভিনেতা। পূর্বে নিজের অভিনয় দিয়ে তিনি সকলের মন জয় করেছেন। তবে যদিও এই ছবি সম্পর্কে এই মুহূর্তেই বেশি কিছু প্রকাশ করা হয়নি, কেবল জানানো হয়েছে পুরী জগন্নাথের সঙ্গে সহ-পরিচালনায় রয়েছেন চার্মি কৌর।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Vijay Deverakonda Ananya Panday : বিজয় দেবেরকোন্ডা শেষ কবে সঙ্গমে লিপ্ত হয়েছেন? দ্রুত লাফিয়ে উঠে উত্তর দিলেন অনন্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল