TRENDING:

Kapil Sharma PM Modi: মদ্যপ কপিলের মোদিকে ট্যুইট, কুকীর্তির পর শো'তে আমন্ত্রণ! চমকে দেওয়া জবাব প্রধানমন্ত্রীর

Last Updated:

Kapil Sharma: একবার মদ্যপ হয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই ট্যুইট করে ফেলেছিলেন কপিল শর্মা। মাঝরাতে সেই ট্যুইট করা নিয়ে প্রচুর ভুগতেও হয়েছিল কমেডি কিং-কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: কপিল শর্মা মানেই হাসি। কথায় কথায় নানা ধরনের মজার কথা বলে দর্শককে হাসাতে তিনি 'ওস্তাদ'। তবে বিতর্কও তাঁর পিছু ছাড়তে নারাজ। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েও নানা বিতর্কে জড়িয়েছেন কপিল শর্মা। একবার মদ্যপ হয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই ট্যুইট করে ফেলেছিলেন কপিল শর্মা। মাঝরাতে সেই ট্যুইট করা নিয়ে প্রচুর ভুগতেও হয়েছিল কমেডি কিং-কে।
কপিল শর্মা ও নরেন্দ্র মোদি
কপিল শর্মা ও নরেন্দ্র মোদি
advertisement

কী লিখেছিলেন কপিল? মদ্যপ হয়ে ট্যুইটে কপিল লিখেছিলেন, 'আমি গত ৫ বছর ধরে ১৫ কোটি টাকা আয়কর দিচ্ছি। শুধু কি তাই? তার পরেও আমার অফিস তৈরি করতে আমাকে নাকি মুম্বই পৌরসভাকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হবে। এই আপনার ভাল দিনের নমুনা?' যদিও এই সব এখন আর মনে রাখেননি কেউই। কপিল শর্মা নিজেও হয়তো রাখেননি। তাই হয়তো নিজের জনপ্রিয় শো 'দ্য কপিল শর্মা শো'-তে আমন্ত্রণ জানিয়েছেন।

advertisement

আরও পড়ুন: হাসানোর 'ওস্তাদ' কাঁদিয়ে ছাড়বেন দর্শককে, কপিল শর্মার নতুন ছবির ট্রেলার ভাইরাল

আর কিছুদিন পরেই কপিল শর্মার ছবি 'জুইগ্যাটো' মুক্তি পাবে। ছবির প্রচার করতে গিয়েই এক অনুষ্ঠানে কপিল জানিয়েছেন, 'আমি নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ওঁকে নিমন্ত্রণ জানাই। তখন জবাবে উনি বলেন, আমার বিরোধীরা এমনিতেই কম রসিকতা করছে না, তোমার অনুষ্ঠানে না হয় অন্য কখনও যাব।' সদ্য মুক্তি পেয়েছে কপিলের নতুন ছবি 'জুইগ্যাটো'-র ট্রেলার।

advertisement

আরও পড়ুন: 'কৌশিকান একমাত্র আমাকে ন্যান্সি বলে ডাকত', সতীশকে হারিয়ে মন কেমন নীনার!

আর সেই ট্রেলারে একেবারে ছাপোষা এক ডেলিভারি বয়ের চরিত্রে অভিনয় করে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন কপিল। বুধবার ট্রেলার মুক্তির পর থেকেই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কপিল শর্মার সঙ্গে এই ছবিতে দেখা যাবে সাহানা গোস্বামী, সায়নী গুপ্তাকেও। আগামী ১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। 'জুইগ্যাটো' প্রযোজনা করেছে অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট। ছবির পরিচালক নন্দিতা দাস।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kapil Sharma PM Modi: মদ্যপ কপিলের মোদিকে ট্যুইট, কুকীর্তির পর শো'তে আমন্ত্রণ! চমকে দেওয়া জবাব প্রধানমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল