কৃষ্ণা অভিষেক, কিকু শারদা এবং রাজীব ঠক্কর এবং অর্চনা পুরন সিংয়ের মতো কপিলের কমেডি শোয়ের পরিচিত মুখরা রয়েছেন। তবে চমক অন্য। ৬ বছরের পুরনো মতভেদ ঝেড়ে ফেলে কপিলের সঙ্গে একফ্রেমে দেখা গেল সুনীল গ্রোভারকে।
আরও পড়ুন: গায়ক কিং-এর কাছে হাত জোড় করে ক্ষমা চান শাহরুখ! কী এমন করেছিলেন কিং খান?
advertisement
‘ঘর বদলেছে, সংসার নয়’, এই ট্যাগলাইনেই নেটফ্লিক্সে ফিরছে কপিল শর্মার জনপ্রিয় কমেডি শো। একসময় কপিলের শোয়ের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার। কিন্তু অস্ট্রেলিয়া শো করতে যাওয়ার সময় তুমুল ঝামেলা বাধে কপিল এবং সুনীলের মধ্যে। গুত্তি এবং ডাক্তার মাশূর গুলাটির মতো চরিত্রে জনপ্রিয় হয়ে ওঠেন সুনীল।
তবে বিবাদের পরেই কপিলের শো ছাড়েল সুনীল। আর কখনও দ্য কপিল শর্মা শো-তে দেখা মেলেনি ‘ড: গুলাটির’। তবে এবার সব ঝগড়া ভুলে আবার একসঙ্গে হাত মেলালেন দুই পুরনো বন্ধু। সুনীলকে পাশে পেয়ে যে তাঁর ‘পরিবার সম্পূর্ণ’, একথা স্বীকার করলেন কপিলও। এখন শুধু দেশের অন্যতম কৌতুক অভিনেতাদের নতুন প্রদর্শনের অপেক্ষায় অনুরাগীরা।