Shah Rukh Khan: গায়ক কিং-এর কাছে হাত জোড় করে ক্ষমা চান শাহরুখ! কী এমন করেছিলেন কিং খান?

Last Updated:

গায়ক কিংয়ের কাছে রীতিমতো হাত জোড় করে ক্ষমা চেয়েছিলেন শাহরুখ খান৷ কিন্তু কোন ভুলের জন্য এমন কাজ করেছিলেন বাদশা?


গায়ক কিং-এর কাছে হাত জোড় করে ক্ষমা চান শাহরুখ! কী এমন করেছিলেন কিং খান?
গায়ক কিং-এর কাছে হাত জোড় করে ক্ষমা চান শাহরুখ! কী এমন করেছিলেন কিং খান?
তিনি সুপারস্টার৷ কিন্তু তাও ক্ষমা চাইতে বিন্দুমাত্র দ্বিধা নেই৷ গায়ক কিংয়ের কাছে রীতিমতো হাত জোড় করে ক্ষমা চেয়েছিলেন শাহরুখ খান৷ কিন্তু কোন ভুলের জন্য এমন কাজ করেছিলেন বাদশা? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন গায়ক৷
দেশের অন্যতম সেরা অভিনেতা শাহরুখ৷ তবে শুধু নিজের অভিনয়, তাঁর নম্র ব্যবহারের জন্যেও বরাবর প্রশংসিত শাহরুখ৷ ফের একবার সেই পরিচয় পাওয়া গেল৷ ‘তু মান মেরি জান’ খ্যাত গায়ক কিং জানালেন সেই শাহরুখ কেন তাঁর কাছে ক্ষমা চেয়েছিলেন৷
advertisement
advertisement
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিং জানান,‘‘আমি ওনার(শাহরুখ) সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম৷ উত্তেজনায় আমি দু’দিন ঘুমোতে পর্যন্ত পারিনি। উনি একটু দেরীতে জয়েন করেছিলেন। আমার কাছে এতে কিছুই যায় আসে না। কিন্তু উনি সামান‍্য দেরীর জন‍্যই হাতজোড় করে ক্ষমা চাইলেন।’’
কিংয়ের কথায়,‘‘শাহরুখ বলেন, কিং অত‍্যন্ত দু:খিত দেরী করার জন‍্য। আমি সোফাতে বসেছিলাম। এটা শুনেই মেঝেতে বসে পড়ি। এমন কথা দয়া করে বলবেন না স‍্যার।’’ শুধু তাই কাজের কথা বলার সময়ও শাহরুখ অত‍্যন্ত নম্র ভাবেই বলেন।
advertisement
কিং জানালেন, শাহরুখ তাঁকে বলেন,‘‘আমি(শাহরুখ) চাই তুমি আমার জন‍্য কিছু করো। তোমার ইচ্ছে না থাকলে তুমি খোলাখুলি আমায় বলো। তুমি যা কাজ করছ সেটা অসাধারণ। আমি জানি তোমার আর কিছু দরকার নেই। কিন্তু তাও যদি তুমি চাও আমরা একসঙ্গে কাজ করতে পারি।’’
কোন প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন কিং এবং কিং খান? এ বিষয়ে অবশ‍্য এখনও মুখ খোলেননি অভিনেতা বা গায়ক কেউই। তবে শাহরুখের ব‍্যবহারের ভূয়সী প্রশংসা করে গায়ক বলেন, ‘শাহরুখ তাঁকে নিজের মতো করে কাজ করতে বলেছেন। কোনও কিছুই চাপিয়ে দেননি। তাঁর কাজের উপর পূর্ণ আস্থা রেখেছেন বাদশা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: গায়ক কিং-এর কাছে হাত জোড় করে ক্ষমা চান শাহরুখ! কী এমন করেছিলেন কিং খান?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement