সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রী লেখেন,‘‘ প্রচুর ফোন এবং মেসেজ পাচ্ছি আমি। সেলুনের বাইরে যে রহস্যময় মানুষটির সঙ্গে প্রায়শই আড্ডা দিই বলি মিডিয়া তাই নিয়ে কেচ্ছা রটাচ্ছে।
আরও পড়ুন: ‘খান’দানি খানাপিনা! আমির-কন্যা ইরার বিয়ের মেনু শুনলে চক্ষু ছানাবড়া, শাহরুখ-সলমন কি নিমন্ত্রিত
অভিনেত্রীর কথায়, ‘‘একজন পুরুষ এবং একজন মহিলা যদি রাস্তায় একসঙ্গে হাঁটেন তার মানেই তাঁদের মধ্যে যৌন সম্পর্ক আছে এমনটা ভাবা ঠিক নয়। তাঁরা সহকর্মী, ভাইবোন, কাজের বন্ধু এবং মাঝে মাঝে অনেক বছরের বন্ধুত্বপূর্ণ ক্লায়েন্ট বা হেয়ার স্টাইলিস্টও হতে পারেন।’’
advertisement
সূত্রের খবর অনুযায়ী, যে রহস্যময় ব্যক্তির সঙ্গে কঙ্গনাকে দেখা গিয়েছে, তিনি হেয়ার স্টাইলিস্ট। প্রসঙ্গত, মুম্বইয়ে এক পুরুষের সঙ্গে হাতে হাত ধরে দেখা যায় অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। পরিচয় জানা না গেলেও ছবি দেখে বোঝা গেল, তিনি বিদেশি। কালো প্যান্ট জামা পরে পার্লার থেকে নায়িকার হাত ধরে বেরিয়ে আসছেন তিনি।