Aamir Khan Daughter Ira Khan Wedding Reception: ‘খান’দানি খানাপিনা! আমির-কন্যা ইরার বিয়ের মেনু শুনলে চক্ষু ছানাবড়া, শাহরুখ-সলমন কি নিমন্ত্রিত

Last Updated:
ইতিমধ‍্যে রাজস্থানের উদয়পুরে বিয়ে করেছেন ইরা-নূপুর। এবার রিসেপশনের আসর বসবে মুম্বইতে।
1/6
দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আমির খানের কন‍্যা ইরা খান। ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিয়ের আসর, চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ইতিমধ‍্যে রাজস্থানের উদয়পুরে করেছেন ইরা-নূপুর। এবার রিসেপশনের আসর বসবে মুম্বইতে।
দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আমির খানের কন‍্যা ইরা খান। ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিয়ের আসর, চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ইতিমধ‍্যে রাজস্থানের উদয়পুরে করেছেন ইরা-নূপুর। এবার রিসেপশনের আসর বসবে মুম্বইতে।
advertisement
2/6
ইরা খানের চোখ ধাঁধানো বিয়ে নিয়ে আলোচনা সর্বত্র। উদয়পুরে বিয়ের অনুষ্ঠানেও ছিল বড় চমক। তবে, মায়ানগরীতে রিসেপশনের আয়োজন করতে চলেছেন আমির খান, রিনা দত্ত-সহ পরিবারের সকলে।
ইরা খানের চোখ ধাঁধানো বিয়ে নিয়ে আলোচনা সর্বত্র। উদয়পুরে বিয়ের অনুষ্ঠানেও ছিল বড় চমক। তবে, মায়ানগরীতে রিসেপশনের আয়োজন করতে চলেছেন আমির খান, রিনা দত্ত-সহ পরিবারের সকলে।
advertisement
3/6
সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ের গ্র‍্যান্ড রিসেপশনে উপস্থিত থাকবেন বলিউডের একাধিক তারকা। প্রায় ২৫০০ জনেরও বেশি উপস্থিত ছিলেন। ১৩ জানুয়ারি সন্ধ‍্যে ৭ টায় শুরু হবে রিসেপশনের অনুষ্ঠান। মেন‍ু থেকে পার্টির সাজসজ্জা, সবেতেই থাকবে বড় চমক।
সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ের গ্র‍্যান্ড রিসেপশনে উপস্থিত থাকবেন বলিউডের একাধিক তারকা। প্রায় ২৫০০ জনেরও বেশি উপস্থিত ছিলেন। ১৩ জানুয়ারি সন্ধ‍্যে ৭ টায় শুরু হবে রিসেপশনের অনুষ্ঠান। মেন‍ু থেকে পার্টির সাজসজ্জা, সবেতেই থাকবে বড় চমক।
advertisement
4/6
জানা গিয়েছে, শাহরুখ, সলমন থেকে শুরু করে বলিউডের প্রথম সারীর তারকারা সকলেই উপস্থিত থাকবেন আমির কন‍্যার রিসেপশনে।
জানা গিয়েছে, শাহরুখ, সলমন থেকে শুরু করে বলিউডের প্রথম সারীর তারকারা সকলেই উপস্থিত থাকবেন আমির কন‍্যার রিসেপশনে।
advertisement
5/6
অতিথিদের স্বাগত জানাতে খান পরিবার একটি বিশেষ মেন‍ু কোর্স প্রস্তুত করেছে। এতে ৯ টি ভিন্ন রাজ্যের খাবার রয়েছে। বিশেষ করে সব রাজ্যের ঐতিহ্যবাহী খাবার থাকবে বিশেষ। এর মধ্যে রয়েছে গুজরাতি থেকে মহারাষ্ট্রীয়, সব ধরণের খাবার
অতিথিদের স্বাগত জানাতে খান পরিবার একটি বিশেষ মেন‍ু কোর্স প্রস্তুত করেছে। এতে ৯ টি ভিন্ন রাজ্যের খাবার রয়েছে। বিশেষ করে সব রাজ্যের ঐতিহ্যবাহী খাবার থাকবে বিশেষ। এর মধ্যে রয়েছে গুজরাতি থেকে মহারাষ্ট্রীয়, সব ধরণের খাবার
advertisement
6/6
জানা গিয়েছে, এনসিএসিসি গ্রাউন্ডে আমির কন‍্যার গ্র্যান্ড রিসেপশনের আয়োজন হতে চলেছে। আমির খান তাঁর মেয়ে ও জামাইকে আশীর্বাদ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
জানা গিয়েছে, এনসিএসিসি গ্রাউন্ডে আমির কন‍্যার গ্র্যান্ড রিসেপশনের আয়োজন হতে চলেছে। আমির খান তাঁর মেয়ে ও জামাইকে আশীর্বাদ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
advertisement
advertisement
advertisement