তাৎপর্যপূর্ণভাবে পরের আরও পোস্টে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ছবির উপরে মণিকর্ণিকা স্টার লেখেন, "দেশের বিবেক যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন একমাত্র সমাধান হল বেত, এবং স্বৈরতন্ত্র হল একমাত্র পথ... শুভ জন্মদিন ম্যাডাম প্রধানমন্ত্রী ৷" প্রসঙ্গত, আজই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর ১০৪তম জন্মবার্ষিকী ৷
advertisement
উল্লেখ্য, গুরু নানকের জন্মদিনে বিরাট ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বিতর্কিত তিন কৃষি আইন (Farm Law) প্রত্যাহার করেছে কেন্দ্র। সাফল্য পেয়েছে কৃষকদের দীর্ঘদিনের আন্দোলন। আইন প্রত্যাহারের পরই আন্দোলনরত কৃষকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর অনুরোধ, ‘এবার আপনারা বাড়ি ফিরে যান।’ প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সংসদের আসন্ন অধিবেশনেই এই তিনটি বিতর্কিত আইন (Farm Laws) প্রত্যাহারের আইনি প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন: বিজেপি-র বিরুদ্ধে তীব্র কটাক্ষ! কৃষি আইন নিয়ে ট্যুইটে যা লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...
এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সাড়া পড়ে গিয়েছে দেশজুড়ে। গত এক বছর ধরে নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক বিক্ষোভ প্রভাবিত করেছে দেশের বৃহত্তম অংশকে। বাদ জাননি সেলেব্রিটিরাও। বিভিন্ন সময়ে আইনের পক্ষে ও বিপক্ষে মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁদের। শুক্রবার প্রধানমন্ত্রীর ঘোষণার পরও সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন তারকারা।
আরও পড়ুন: জিলিপি-বাজি-নাচ! কৃষি আইন প্রত্যাহারের ঘোষণায় সিঙ্ঘু-টিকরি বর্ডারে উৎসবের মেজাজ...
প্রসঙ্গত, এর আগেও কৃষি আইন বাস্তবায়নের পক্ষে দাঁড়িয়েছিলেন কঙ্গনা রানাওয়াত(Kangana Ranawat On Farm Laws)৷ পপ তারকা রিয়ানা কৃষকদের সমর্থনে ট্যুইট করায় তাঁকে একহাত নিয়েছিলেন কুইন অভিনেত্রী ৷ আন্তর্জাতিক গায়িকাকে তীব্র আক্রমণ করে তিনি লিখেছিলেন, "পপ গায়িকা রিয়ানা মোৎজার্ট নন ৷ তাঁর ক্লাসিক্যাল কোনও জ্ঞান নেই ৷ তাঁর কণ্ঠস্বরও বিশেষ কিছুই নয় ৷ ১০ জন খ্যাতনামা উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী একসঙ্গে বসলে প্রত্যেকেই বলবেন যে, কীভাবে গানটা গাইতে হয় রিয়ানা সেটাও জানেন না...রিয়ানা একজন পর্ন গায়িকা ৷ আপনার প্রতিভা থাকলে আর অন্য কিছু করার দরকার পড়ে না ৷" এই ট্যুইট করার কিছু সময় পরেই কঙ্গনাকে নিষিদ্ধ বলে ঘোষণা করে ট্যুইটার৷ ব্লক করে দেওয়া হয় তাঁর অ্যাকাউন্ট ৷