অ্যাপ ক্যাবের চালক ঝর্ণা মণ্ডল। কলকাতা শহরে গাড়ি চালিয়ে প্যাসেঞ্জারদের জায়গা মতো পৌঁছে দেন। তাঁরই সঙ্গে দেখা হল অভিনেত্রীর। ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ঝর্ণার কথা জানালেন সকলকে। একইসঙ্গে সমাজের নারীদের একাংশকে কটাক্ষ করতেও ছাড়লেন না অভিনেত্রী।
আরও পড়ুন: চলে গেলেন রাজ কুমারের স্ত্রী! তিন সন্তানকে রেখে প্রয়াত গায়ত্রী, শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি
advertisement
কাঞ্চনার লেখায়, ‘… একজন রিয়েল সেলিব্রিটির সঙ্গে দেখা হল। চারদিকে ‘পাপা কি পরী’দের মাঝখানে একজন রিয়েল ক্যুইন। উনি বললেন উনি নাকি আমার ফ্যান। ধুর, আমি ওঁর এবং ওঁর মতো নিজের দমে বেঁচে থাকা মানুষদের ফ্যান।’
চালকের সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন কাঞ্চনা। তাঁর আলাদা দু’টি ছবিও দিয়েছেন ফেসবুকে। পোস্টের কমেন্ট বক্স উপচে পড়ছে। এমন সুন্দর একটি কাহিনি নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F