Gayatri Pandit Passes Away: চলে গেলেন রাজ কুমারের স্ত্রী! তিন সন্তানকে রেখে প্রয়াত গায়ত্রী, শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Gayatri Pandit Passes Away: অভিনেতা রাজ কুমারের মৃত্যুর ২৭ বছর পর, তাঁর স্ত্রী গায়ত্রীও চলে গেলেন। গত ২৮ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন ৬৯ বছর বয়সি। রাজকুমারের মৃত্যুর পর তাঁদের তিন সন্তানের সঙ্গে গায়ত্রী মুম্বইতে থাকতেন।
মুম্বই: প্রয়াত গায়ত্রী পণ্ডিত। কিংবদন্তি বলিউড অভিনেতা রাজ কুমারের মৃত্যুর ২৭ বছর পর, তাঁর স্ত্রী গায়ত্রীও চলে গেলেন। গত ২৮ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন ৬৯ বছর বয়সি। রাজকুমারের মৃত্যুর পর তাঁদের তিন সন্তানের সঙ্গে গায়ত্রী মুম্বইতে থাকতেন। পুরু রাজকুমার, পাণিনি রাজকুমার এবং ভাস্তভিক্তা পণ্ডিত বেশ কিছুদিন ধরে তাঁদের অসুস্থ মায়ের যত্ন নিচ্ছিলেন। পুরু রাজকুমারও অভিনয়ে পা রেখেছিলেন। কিন্তু তিনি যে সমস্ত ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সেগুলি ব্যর্থ হয়েছে। হিট ছবি ‘মিশন কাশ্মীর’-এ তাঁর অভিনয় মনে রেখেছে দর্শক। এক সন্ত্রাসীবাদীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
গায়ত্রী পণ্ডিত জন্মসূত্রে অ্যাংলো-ইন্ডিয়ান। তাঁর আসল নাম জেনিফার পণ্ডিত। পেশায় ছিলেন একজন এয়ার হোস্টেস। ১৯৬০ দশকের গোড়ার দিকে একটি ফ্লাইটে রাজ কুমারের সঙ্গে আলাপ তাঁর। দু’জনেই একে অপরের প্রেমে পড়েছিলেন। বিয়ের পর জেনিফার হিন্দু রীতি অনুযায়ী নিজের নাম পরিবর্তন করে গায়ত্রী রাখেন।
advertisement
advertisement
তাঁদের মেয়ে ভাস্তভিকতা ‘এইট: দ্য পাওয়ার অফ শনি’ নামে একটি ছবিতে অভিনয় করতে গিয়েছিলেন। যদিও তিনি এর আগে অন্য এক কারণে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অভিনেতা শাহিদ কাপুরকে দীর্ঘদিন ধরে স্টকিং (ধাওয়া করা বা অনুসরণ) এবং নিজেকে তাঁর স্ত্রী বলে দাবি করেছিলেন। শাহিদ তাঁর বিরুদ্ধে স্টকিংয়ের জন্য এফআইআর দায়ের করতে বাধ্য হয়েছিলেন। দু’জনেই প্রথমে শৈমাক দাভারের নাচের ক্লাসে যেতেন। সেখানেই দেখা। শাহিদের প্রতি ভাললাগা তৈরি হয় রাজ কুমারের মেয়ের। কিন্তু শাহিদ একই রকম ভাবে সাড়া না দেওয়ায় তিনি এই ধরনের কাণ্ড শুরু করেন। গাড়ির বনেটে বসে থাকা, ধাক্কাধাক্কি করা ইত্যাদি।
advertisement
রাজ কুমার, কিংবদন্তি অভিনেতা ১৯৯৬ সালের ৩ জুলাই, গলার ক্যানসারের কারণে ৬৯ বছর বয়সে মারা যান। দুর্ভাগ্যবশত, তাঁর সন্তানদের কেউই সিনেমার জগতে নাম করতে পারেননি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 6:17 PM IST