Anirban-Sohini: মঞ্চ থেকে পর্দায়, ‘অথৈ’-এ খলনায়ক অনির্বাণের সঙ্গে নায়িকা সোহিনী, অর্ণর ছবির লোগো মুক্তি

Last Updated:

Anirban-Sohini: মঞ্চে অনির্বাণকে খলনায়ক ‘ইয়াগো’র ভূমিকায় দেখা গিয়েছে। সেই চরিত্রের সঙ্গে মিশে গিয়েছিল ‘দ্য ডার্ক নাইট’-এর জোকারের চরিত্রটি। এবার ছবিতেও এই একই চরিত্রে (গোগো) অভিনয় করবেন তিনি।

কলকাতা: মঞ্চ থেকে পর্দায়। গত এপ্রিল মাসে প্রথমবার ঘোষণা করা হয়েছিল। ‘নটধা’ নাট্যদলের প্রযোজনার ‘অথৈ’ নাটক এবার সেলুলয়েডে যাত্রা করবে। উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো নাটক থেকে বাংলায় তৈরি হয়েছিল অথৈ।
এবার এই একই নামে সোনালি পর্দায় তৈরি হবে এই ছবি। অনির্বাণ ভট্টাচার্য, তূর্ণা দাশ (পরবর্তীতে সোহিনী সরকার), অর্ণ মুখোপাধ্যায়, জয়দেব ঘোষ প্রমুখের অভিনয়ে এই নাটকটি মঞ্চস্থ হয়। পরিচালনায় ছিলেন অর্ণ।
অথৈ ছবির লোগো অথৈ ছবির লোগো
advertisement
এসভিএফ এবং জিও স্টুডিওস-এর যৌথ প্রযোজনায় ছবিটি বানানো হবে। অর্ণ এই ছবির পরিচালনার দায়িত্বে, অনির্বাণকে দেখা যাবে ক্রিয়েটিভ ডিরেক্টরের পদে। সম্প্রতি মুক্তি পেল এই ছবির লোগো। সঙ্গে কলাকুশলীদের নাম।
advertisement
মঞ্চে অনির্বাণকে খলনায়ক ‘ইয়াগো’র ভূমিকায় দেখা গিয়েছে। সেই চরিত্রের সঙ্গে মিশে গিয়েছিল ‘দ্য ডার্ক নাইট’-এর জোকারের চরিত্রটি। এবার ছবিতেও এই একই চরিত্রে (গোগো) অভিনয় করবেন তিনি। সোহিনীকে দেখা যাবে ডেসডিমোনার (দিয়া) চরিত্রে। অর্ণ থাকছেন ওথেলো র(ড. অথৈ লোধা) চরিত্রে।
advertisement
আগামী ৩১ ডিসেম্বর থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। আশা করা হচ্ছে, ছবিটি পরের বছরের মধ্যেই মুক্তি পাবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anirban-Sohini: মঞ্চ থেকে পর্দায়, ‘অথৈ’-এ খলনায়ক অনির্বাণের সঙ্গে নায়িকা সোহিনী, অর্ণর ছবির লোগো মুক্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement