আরও পড়ুনঃ বগলে কালো কালো দাগ? স্লিভলেস টপ-ব্লাউজ পরতে পারছেন না! ২ মিনিটের কাজে হবে ধবধবে সাদা
শ্রীময়ী জানান, ‘উল্টো রথের আগের দিন একটি ছবির প্রিমিয়ারে গিয়েছিলাম। আমার ফোনে বাড়ির সিসিটিভির কানেকশন করা। তো সেখানে আচমকা দেখি আমার মেয়েকে মারছে আমার বাড়ির আয়া। কৃষভিকে উল্টো করে পিঠে। মারছে আর আমার মেয়ে চিৎকার করে কাঁদছে। আমরা পুলিশের কাছে অভিযোগ জানাতে চেয়েছিলাম কিন্তু ওই সেন্টারের মালিক অনুরোধ করায় আমরা করি না। এই ঘটনার পর কৃষভি ট্রমায় ছিল।’
advertisement
তবে, এরকম অভিজ্ঞতা প্রথম নয় তাঁদের। পরিচারিকা নিয়ে বিপাকেই আছে তারকা দম্পতি। অভিনেত্রী বলেন, ‘আমার মেয়েকে গরম জল খাওয়াতে বলেছিলাম। একটি মেয়ে গিজারের কল থেকে জল এেনে খাইয়েছিল। কৃষভিকে নিয়ে দিনের পর দিন ছবি এবং রিল তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে আমাদের অনুমতি ছাড়া। আমার বাড়ি থেকে বহু জিনিস চুরি হয়েছে। এমনও একদিন হয়েছে আমার বাড়ির পরিচারিকা ও আয়া দু’জনে মিলে পরামর্শ করে জিনিসপত্র অনলাইনে অর্ডার করে আনিয়েছে। আর সেই জিনিস ডেলিভারি দিতে এসে গ্রিলের বাইরে থেকে ডেলিভারি বয় আমার মেয়েকে আদর করে গিয়েছে। এসবও সিসিটিভিতে ধরা পড়েছে।’
তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে আয়া সেন্টারের দোষ দেব আমি। তাঁর কোনও সুরক্ষাপ্রদান করতে অক্ষম। কোনও সঠিক তথ্য দেয়না অথচ পারিশ্রমিকবাবদ অনেক টাকা নেয়।’