Use Fitkari to Whitening Underarms: বগলে কালো কালো দাগ? স্লিভলেস টপ-ব্লাউজ পরতে পারছেন না! ২ মিনিটের কাজে হবে ধবধবে সাদা

Last Updated:
Use Fitkari to Whitening Underarms: সমগ্র শরীরের অন্যান্য অংশের ন্যায় এই অংশটিরও যথার্থ পরিচর্যা নিলে এই বিচ্ছিরি দাগের সমস্যা হতে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব।
1/6
অধিকাংশ ব্যক্তিরই বগলের ত্বকটি বেশ কালচে আর রুক্ষ্ম হয়ে থাকে, যা তার দেহের সামগ্রিক সৌন্দর্যকেই ব্যাহত করে। এটা আবার কারও কারও জন্মগতভাবেই হয়ে থাকে, আবার কারও কারও বিশেষ কিছু কারণে হয়ে থাকে।
অধিকাংশ ব্যক্তিরই বগলের ত্বকটি বেশ কালচে আর রুক্ষ্ম হয়ে থাকে, যা তার দেহের সামগ্রিক সৌন্দর্যকেই ব্যাহত করে। এটা আবার কারও কারও জন্মগতভাবেই হয়ে থাকে, আবার কারও কারও বিশেষ কিছু কারণে হয়ে থাকে।
advertisement
2/6
সমগ্র শরীরের অন্যান্য অংশের ন্যায় এই অংশটিরও যথার্থ পরিচর্যা নিলে এই বিচ্ছিরি দাগের সমস্যা হতে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। তার আগে আসুন জেনে নিই কী কারণে বগলের ত্বকটিতে কালো দাগ পড়তে পারে এবং সেটা দূর করতে কী করবেন।
সমগ্র শরীরের অন্যান্য অংশের ন্যায় এই অংশটিরও যথার্থ পরিচর্যা নিলে এই বিচ্ছিরি দাগের সমস্যা হতে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। তার আগে আসুন জেনে নিই কী কারণে বগলের ত্বকটিতে কালো দাগ পড়তে পারে এবং সেটা দূর করতে কী করবেন।
advertisement
3/6
ত্বকের যত্নে ফিটকিরি বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এই অ্যাস্ট্রিঞ্জেন্ট উপাদান ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে।
ত্বকের যত্নে ফিটকিরি বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এই অ্যাস্ট্রিঞ্জেন্ট উপাদান ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে।
advertisement
4/6
ফিটকিরি একটি ব্যাকটেরিওস্ট্যাটিক উপাদান, যা ব্যাকটেরিয়া বৃদ্ধিকে বাধা দেয় ও ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে।
ফিটকিরি একটি ব্যাকটেরিওস্ট্যাটিক উপাদান, যা ব্যাকটেরিয়া বৃদ্ধিকে বাধা দেয় ও ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে।
advertisement
5/6
সকালে ঘুম থেকে ওঠার পর এটিকে ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন। আবার বাইরে থেকে ঘরে ফিরেই ফিটকিরি ব্যবহার করুন। এতে বগলের নীচে জমে থাকা কালো দাগ দূর হবে।
সকালে ঘুম থেকে ওঠার পর এটিকে ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন। আবার বাইরে থেকে ঘরে ফিরেই ফিটকিরি ব্যবহার করুন। এতে বগলের নীচে জমে থাকা কালো দাগ দূর হবে।
advertisement
6/6
ফিটকিরি জলে ভিজিয়ে তারপর ভেজা বগলে ব্যবহার করুন। এরপর খালি হাতে কিছুক্ষণ ম্যাসেজ করে হালকা গরম জল দিয়ে বগল ধুয়ে ফেলুন। তবে, প্রতিদিন ব‍্যবহার করার আগে একবার ডাক্তারের পরামর্শ করে নেওয়া উচিত। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
ফিটকিরি জলে ভিজিয়ে তারপর ভেজা বগলে ব্যবহার করুন। এরপর খালি হাতে কিছুক্ষণ ম্যাসেজ করে হালকা গরম জল দিয়ে বগল ধুয়ে ফেলুন। তবে, প্রতিদিন ব‍্যবহার করার আগে একবার ডাক্তারের পরামর্শ করে নেওয়া উচিত। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement