সূত্রের খবর, এনজিয়োপ্লাস্টির পর স্থিতিশীল রয়েছেন পরিচালক। তবে এটা প্রথমবারের ঘটনা নয়, বছর পাঁচেক আগে ঠিক একইভাবে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
আরও পড়ুন: পরাণ বন্দোপাধ্যায়ের পরবর্তী ছবি 'পানতুয়া' পারিবারিক মূল্যবোধের ওপর জোর দেয়
নিজের আগামী ডকুমেন্টারি সিরিজ নিয়েই ব্যস্ত ছিলেন পরিচালক। রবিনসন কাণ্ড নিয়ে ডকুসিরিজ তৈরি করছেন পরিচালক। এই ব্যস্ততার মাঝেই আচমকা অসুস্থ পরিচালক। দুটি স্টেন বসায় আপাতত বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে পরিচালককে। তবে তাঁর ডকু সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
advertisement
আরও পড়ুন: মাত্র ৪০০ অতিথি নিয়ে এই সেপ্টেম্বরেই গাঁটছড়া বাঁধছেন আলি ফজল এবং রিচা চাড্ডা
ফেসবুকে অ্যাক্টিভ কমলেশ্বর শনিবার বেলা ১২.১৩ মিনিটে যে পোস্ট করেছিলেন, সেখানে তিনি লিখেছিলেন, “বাঙালিকে ঠিক করতে হবে অনুপ্রেরণা কে? বন্দ্যোপাধ্য়ায়? ঈশ্বরচন্দ্র না অন্য কেউ?”
প্রসঙ্গত, ‘চাঁদের পাহাড়’, ‘মেঘে ঢাকা তারা’, ‘উড়ো চিঠি’র মতো ছবি পরিচালনা করেছেন কমলেশ্বর। ২০১৫ সালের ৩ জুন রবিনসন স্ট্রিটের অপরিচ্ছন্ন ফ্ল্যাটে দিদি দেবযানীর কঙ্কাল আগলে বসে থাকতে দেখা গিয়েছিল পার্থ দে-কে, তা নিয়েই আগামী ডকু সিরিজ। কলকাতা বা রাজ্যের পরিধি পেরিয়ে সেই ঘটনা মুহূর্তে আলোড়ন ফেলেছিল সারা দেশ জুড়ে। এবার সেই ঘটনা নিয়েই সিরিজ বানাচ্ছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।
