TRENDING:

Kajol Covid Positive: করোনায় কাবু কাজল, কিন্তু শেয়ার করলেন মেয়ের ছবি! কেন?

Last Updated:

এবার সেই তালিকায় ঢুকে পড়ল কাজলের (Kajol Covid Positive) নাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের শিকার এবার কাজল (Kajol Covid Positive)। সারা দেশজুড়েই ঝোড়ো ব্যাটিং করেছে কোভিড ১৯-এর নতুন এই স্ট্রেন ওমিক্রন। মৃত্যুর সংখ্যা গতবারের ডেল্টার দাপটের তুলনায় খানিকটা কম হলেও, সংক্রমণের সংখ্যা প্রায় তিন গুণ। তবে কাজল ওমিক্রনেই আক্রান্ত কিনা, তা জানা যায়নি। তবে কোভিডে কাবু হয়ে আপাতত ঘরবন্দি অভিনেত্রী (Kajol Covid Positive)। বলিউডে একের পর এক তারকা এ বছরেও করোনায় আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকায় ঢুকে পড়ল কাজলের (Kajol Covid Positive) নাম।
Kajol Covid Positive
Kajol Covid Positive
advertisement

রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছেন কাজল। ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অসুস্থতার কথা। তবে কোনও সাধারণভাবে লেখা বা নিজের ছবি দিয়ে নয়, বরং মেয়ে নাইসার ছবি পোস্ট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন কাজল। কিন্তু হঠাৎ মেয়ের ছবি শেয়ার করলেন কেন কাজল? ছবির ক্যাপশনেই সে কথা খোলসা করেছেন অভিনেত্রী।

advertisement

আরও পড়ুন: রবিবার এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা, কিন্তু বাংলায় ফের হবে বৃষ্টি! যা পূর্বাভাস...

ক্যাপশনে লিখেছেন, 'পজিটিভ হয়েছি এবং আমি সত্যিই চাই না আমার লাল ফোলা নাক কেউ দেখুক তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি থাকুক।' মেয়ে নাইসাকে মিস করছেন মা কাজল, পোস্টে উল্লেখ করেছেন সেই কথাও। অসুস্থতার জেরে নাক লাল হয়ে ফুলে গিয়েছে। শরীর খারাপ অবস্থায় নিজের অনুরাগীদের সেই ছবি দেখাতে চাননি অভিনেত্রী। তাঁর মতে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি তাঁর মেয়ে নাইসার। তাই মেয়ের হাসিভরা মুখেরই একটি ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার কথা।

advertisement

আরও পড়ুন: নারীসুরক্ষায় নির্ভয়া স্কোয়াড, প্রশংসায় সলমান ক্যাটরিনা-সহ গোটা বলিউড

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

কাজের দিক থেকে কাজল রেবতী পরিচালিত দ্য লাস্ট হুড়ড়ে ছবির কাজ করছিলেন। হাতে বেশ কয়েকটি অন্য কাজও রয়েছে। মেয়ে নাইসা এই মুহূর্তে সিঙ্গাপুরে পড়াশোনা করছেন। তিনি গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনে ইন্টারন্যাশনাল হসপিটালিটি নিয়ে পড়াশোনা করছেন। এর আগে স্কুলও সিঙ্গাপুর থেকেই পাশ করেছেন নাইসা দেবগণ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kajol Covid Positive: করোনায় কাবু কাজল, কিন্তু শেয়ার করলেন মেয়ের ছবি! কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল