রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছেন কাজল। ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অসুস্থতার কথা। তবে কোনও সাধারণভাবে লেখা বা নিজের ছবি দিয়ে নয়, বরং মেয়ে নাইসার ছবি পোস্ট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন কাজল। কিন্তু হঠাৎ মেয়ের ছবি শেয়ার করলেন কেন কাজল? ছবির ক্যাপশনেই সে কথা খোলসা করেছেন অভিনেত্রী।
advertisement
আরও পড়ুন: রবিবার এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা, কিন্তু বাংলায় ফের হবে বৃষ্টি! যা পূর্বাভাস...
ক্যাপশনে লিখেছেন, 'পজিটিভ হয়েছি এবং আমি সত্যিই চাই না আমার লাল ফোলা নাক কেউ দেখুক তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি থাকুক।' মেয়ে নাইসাকে মিস করছেন মা কাজল, পোস্টে উল্লেখ করেছেন সেই কথাও। অসুস্থতার জেরে নাক লাল হয়ে ফুলে গিয়েছে। শরীর খারাপ অবস্থায় নিজের অনুরাগীদের সেই ছবি দেখাতে চাননি অভিনেত্রী। তাঁর মতে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি তাঁর মেয়ে নাইসার। তাই মেয়ের হাসিভরা মুখেরই একটি ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার কথা।
আরও পড়ুন: নারীসুরক্ষায় নির্ভয়া স্কোয়াড, প্রশংসায় সলমান ক্যাটরিনা-সহ গোটা বলিউড
কাজের দিক থেকে কাজল রেবতী পরিচালিত দ্য লাস্ট হুড়ড়ে ছবির কাজ করছিলেন। হাতে বেশ কয়েকটি অন্য কাজও রয়েছে। মেয়ে নাইসা এই মুহূর্তে সিঙ্গাপুরে পড়াশোনা করছেন। তিনি গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনে ইন্টারন্যাশনাল হসপিটালিটি নিয়ে পড়াশোনা করছেন। এর আগে স্কুলও সিঙ্গাপুর থেকেই পাশ করেছেন নাইসা দেবগণ।