পুরনো গানে নতুন কথা বসিয়ে যে গানটি গাইলেন, তার কথা, 'এ কেকে কেমন কেকে এই শহরে মরতে আসে/ জেনে নাও কৃষ্ণকুমার এ-গান তোমায় ভালবাসে/ তোমাকে চিনতাম না জানতাম না তুমি এমন/ আমার এই গানের সুরে হঠাৎ পাওয়া কান্না যেমন/শেষ গান গাইছ মৃত্যু দাঁড়িয়ে আছে তোমার পাশে/ এসেছো আগেও তুমি হয়তো হয়ে ছদ্মবেশী/ কোনও এক জন্মে তুমি ছিলে আমার প্রতিবেশী/ এ শহর তোমারও ঘর তোমার শহর তোমার মাটি/ বাংলার লক্ষ ছেলেমেয়ের বুকে তোমার ঘাঁটি/ ফিরবে তাদের কাছেই কলকাতাতেই ফিরে এসে।'
advertisement
আরও পড়ুন: 'হু ইজ কেকে' বিতর্কের পরে প্রথম স্টেজ-শো! পুলিশি ঘেরাটোপে গান গাইলেন রূপঙ্কর
গান শুরু করার আগে সুমন বললেন, ''আমার নাম কবীর সুমন। এই গানের কথা ও সুর আমার। কিন্তু যে কেউ এই গানটি গাইতে পারেন। একটাই শুধু অনুরোধ। আমার অনুমতি নেওয়ার দরকার নেই, এই গানের কথা ও সুর অবিকৃত রাখবেন অনুগ্রহ করে। অনুগ্রহ করে এর কোনও প্যারোডি বানানোর চেষ্টা করবেন না।''
আরও পড়ুন: গাইয়েছিলেন রূপঙ্করকে দিয়ে, সেই 'এ তুমি কেমন তুমি' কেকে-র জন্য পাল্টে দিলেন সুমন!
এর আগের পোস্টে গানটির কথা ঘোষণা করে লিখেছিলেন, 'এই গানটি তিনি নিজে আগে গাইবেন। কাউকে দেবেন না। গাওয়ার পরে স্বত্ব কেনাবেচার প্রসঙ্গ উঠলে দেখা যাবে।' দেরি না করে সে দিনই গানটি গেয়ে ফেললেন নিজের ঘরে বসে।
