২০০৫ সালে লেখা 'এ তুমি কেমন তুমি'। পরবর্তী কালে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'জাতিস্বর'-এ রূপঙ্করকে দিয়ে গানটি গাইয়েছিলেন ছবির সঙ্গীত পরিচালক সুমন। সেই প্রসঙ্গ তুলে সুমন লিখলেন, 'গানটি নাম করে গিয়েছে। ছায়াছবিতে গানটি যে সুকন্ঠী বাঙালি গায়ক গেয়েছিলেন তিনিও। যাঁর জন্য গানটি (হুবহু একই কথায় একই সুরে) নির্মাণ করেছিলাম এবং গানটি যাঁকে প্রথম শুনিয়েছিলাম সেই মেয়েটি নিশ্চই চুপিচুপি হেসেছেন। হয়তো আজও হাসেন। নাকি এই শহরে আমার চেয়ে কুড়ি বছরের ছোট এক গায়কের মর্মান্তিক মৃত্যুর পর আমার মতো তিনিও লুকিয়ে কাঁদেন। আমি শান্তি পাচ্ছি না। কিছুতেই না।'
advertisement
আরও পড়ুন: 'হু ইজ কেকে' বিতর্কের পরে প্রথম স্টেজ-শো! পুলিশি ঘেরাটোপে গান গাইলেন রূপঙ্কর
২০০৫ সালে একটি মেয়ের জন্য এই গানটি লিখেছিলেন কবীর সুমন। তাই লেখেন, 'হঠাৎ লিখতে শুরু করেছিলাম আমার ফোনে সরাসরি, আমার বুকে যত কান্না ধরা সম্ভব নয় তার চেয়েও বেশি কান্না নিয়ে, কীপ্যাড টিপে টিপে মেসেজ করে করে। তারপর সুর। এক পরিচালক আবদার করে চেয়ে নেন গানটি তাঁর ছবির জন্য। স্নেহের জায়গা থেকে দিয়ে দিয়েছিলাম।'
আরও পড়ুন: কেকে-র মৃত্যু কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি, মামলার অনুমতি কলকাতা হাইকোর্টের
সেই গানটিই আজ তিনি কেকে-কে উৎসর্গ করলেন। শুধু তা-ই নয়, জানিয়ে দিলেন, এই গানটি তিনি নিজে আগে গাইবেন। কাউকে দেবেন না। গাওয়ার পরে স্বত্ব কেনাবেচার প্রসঙ্গ উঠলে দেখা যাবে। এই সুর ছন্দ লিরিক অবিকৃত রেখে যদি কেউ গাইতে চান, গাইতে পারেন বলে জানালেন সুমন।