শ্রীময়ী ধারাবাহিক নিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রবল হইচই হয়েছে। এমনকি জুন আন্টিকে নিয়ে নানা রকমের মজার মিমও তৈরি হয়েছে। তবে ধারাবাহিক শেষ হলেও জুন আন্টির ঘোর থেকে বেরোতে পারেনি দর্শক। আর তাই আবার ফিরে এল উষসী চক্রবর্তী অভিনীত সেই খলনায়িকার চরিত্রটি।
আরও পড়ুন- ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে অভিষেকের ছবি! বিশেষ শ্রদ্ধা প্রয়াত অভিনেতাকে
advertisement
উষসী নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, তিনি আবার জুন আন্টিকে নিয়ে এসেছেন। কারণ দর্শকের অনেকেই তাঁকে জানিয়েছিলেন যে তাঁরা জুন আন্টিকে মিস করছেন। তাই দর্শকদের অনুরোধে ফের হাজির জুন আন্টি। সেই স্লিভলেস ব্লাউজের সঙ্গে শাড়ি আর কপালে টিপ। আর সেই চেনা মুখের অভিব্যক্তি। এমনই একটি ভিডিও শেয়ার করেছেন উষসী।
ভিডিওটি শেয়ার করে উষসী লিখছেন, "শেষ হয়েও জুন আন্টি র গল্প যেন শেষ হতেই চায় না। অনেকেই জানিয়েছেন খুব নাকি জুন আন্টিকে মিস করছেন তারা। তাই on public demand নতুন বছরে নতুন ফর্মে জুন আন্টিকে হাজির করলাম। দেখ তো চিনতে পার কি না !"
ভিডিওতে শ্রীময়ী ধারাবাহিক থেকেও এক টুকরো ক্লিপ রয়েছে। ভিডিওটিতে ফের জুন আন্টিকে দেখতে পেয়ে হাসির রোল ওঠে নেট দুনিয়ায়। উষসীর অনুরাগীরাও ভিডিওটি পছন্দ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময়ও লাগেনি।