করণ জোহরের প্রযোজনায় 'জুগ জুগ জিও' (JugJugg Jeeyo) নিয়ে তুমুল আলোচনা চলছে। ফ্যামিলি ড্রামা নিয়ে তৈরি এই ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকরা ছবিটি নিয়ে আগ্রহ দেখিয়েছেন৷ সম্প্রতি, 'জুগ জুগ জিও'-এর 'দ্য পাঞ্জাবান সং' গানটি মুক্তি পেয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় হয়েছে৷ এবার এই ছবির আরও একটি গান তৈরি সামনে এল৷ গানটির নাম 'দুপাট্টা' শুরু থেকেই ভক্তদের কাছ থেকে অসাধারণ সাড়া মিলছে।
advertisement
দুপাট্টা গানটিতে দারুণ নেচেছেন বরুণ-কিয়ারা৷ নিজের ইনস্টাগ্রামে গানের ভিডিও পোস্ট করে কিয়ারা লিখেছেন যে 'দুপাট্টা গানটি মুক্তি পেয়েছে, আপনার নাচের সঙ্গীকে ধরুন, কারণ নাচের সময় এসেছে।'
গানটি মুক্তির অল্প সময়ের মধ্যেই লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। বরুণ ধাওয়ান এবং কিয়ারা আডবানি ছাড়াও দুপাট্টা গানে মণীশ পল এবং অনিল কাপুরকেও দেখা যাচ্ছে। এই ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী নীতু কাপুরও৷ অনিল কাপুরের স্ত্রীর ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে৷ স্বামী ঋষি কাপুরের মৃত্যুর পর আবার কাজ শুরু করেছেন তিনি৷ দীর্ঘদিন পর বলিউডে কামব্যাক করেছেন নীতু৷ এখনও তিনি সমানভাবেই গ্ল্যামারস৷
ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় প্রাজকতা কলিও রয়েছেন জুগ জুগ জিও ছবিতে৷ মুক্তির আগেই ছবিটির দারুন ট্রেলার নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে। এই ছবির ট্রেলার দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে। ছবিটি মুক্তি পাবে ২৪ জুন। আপাতত ছবির তারকারাও প্রচারে ব্যস্ত রয়েছেন।