TRENDING:

স্টার মঞ্চের পার্বণী গানে আবারও নতুনের ছোঁয়া, সৌজন্যে জয়, শ্রীজাত, পৌষালী

Last Updated:

জয়ের কথায়, ''এই গানের সুর করাটা ছিল একেবারে অন্যরকম। সচরাচর যে সুরের আঙ্গিকে আমরা কাজ করি, এই গান তার মধ্যে পড়ে না। পুরোপুরি কীর্তনের আঙ্গিকে এই গানে, লেখার সঙ্গে সুর বসানো হয়েছে। সেইসঙ্গে ঝুলনের আবহটাকে ধরে রাখা হয়েছে গানের শুরু থেকে শেষ পর্যন্ত।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে বরাবরই পছন্দ করেন সুরকার জয় সরকার। আর এবার সঙ্গে পেয়েছেন শ্রীজাত ও পৌষালী বন্দ্যোপাধ্যায়কে। এই ত্রয়ী মিলে তৈরি করেছেন অসাধারণ এক পার্বণী গান। কীর্তনের চিরায়ত সুরের ছোঁয়ায় রাধাকৃষ্ণের ঝুলন দোলায় এল নতুন গান।
advertisement

ঝুলন দোলায় রশিগাছি ধরে, দুইটি প্রাণের কাছাকাছি বসার আকুতি ছিল রবীন্দ্রনাথের ঝুলন কবিতায়। রাধাকৃষ্ণের চিরায়ত প্রেম সেখানে হয়ে উঠেছিল মানবমানবীর অনন্ত প্রেম। ঝুলন পূর্ণিমা মানেই যেন এক যুগল প্রেমের দোলা। আর সেই চিরায়ত প্রেমে মিশে রয়েছে বাংলার লোকায়ত সুর। ঝুলনের অনুষঙ্গে রয়েছে কীর্তনের অঙ্গ।

advertisement

বাংলার সেই পুরাতনী অথচ চিরন্তন সুরের ছোঁয়ায় নতুন করে গান বাঁধলেন শ্রীজাত, জয়রা। স্টার মঞ্চের পার্বণী গানে আবারও নতুনের ছোঁয়া। এবার এল ঝুলনের গান। শ্রীজাতর লেখায় সুর দিয়েছেন জয় সরকার। গেয়েছেন পৌষালী। ঝুলন ঘিরে এমন গান অবশ্যই অভিনব।

advertisement

আরও পড়ুন: দেব নাকি দুঃখ পেয়েছেন, কিন্তু আমি কেবল ছবিটা নিয়ে বলেছিলাম, ওঁকে নিয়ে না: তথাগত

এই প্রসঙ্গে শ্রীজাত বললেন, ''ঝুলন মানেই তো কীর্তনাঙ্গের গান। তবে এখন তো আর নতুন করে পদ লিখে কীর্তনের গান বাঁধা হয় না। এই গান লেখা হয়েছে সম্পূর্ণ কীর্তনের আঙ্গিকেই। তার সঙ্গে অবশ্যই ছোঁয়া রয়েছে আধুনিক ভাব-ভাবনার।''

advertisement

আরও পড়ুন: এখনও লাইফ-সাপোর্টে অবস্থা সঙ্কটজনক! কেমন আছেন আজ রাজু শ্রীবাস্তব

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

এই গানের সুরকার জয়ের কথায়, ''এই গানের সুর করাটা ছিল একেবারে অন্যরকম। সচরাচর যে সুরের আঙ্গিকে আমরা কাজ করি, এই গান তার মধ্যে পড়ে না। পুরোপুরি কীর্তনের আঙ্গিকে এই গানে, লেখার সঙ্গে সুর বসানো হয়েছে। সেইসঙ্গে ঝুলনের আবহটাকে ধরে রাখা হয়েছে গানের শুরু থেকে শেষ পর্যন্ত।'' কীর্তনের এই আঙ্গিককে কণ্ঠে যথাযথ ফুটিয়ে তুলেছেন এই প্রজন্মের প্রতিশ্রুতিমান শিল্পী পৌষালী। লোকগানে বাঙালি শ্রোতাদের কাছে আগেই জনপ্রিয় হয়েছেন তিনি। এবার ঝুলনের গান তাঁর কণ্ঠে এল এক সুরম্য মাদকতায়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
স্টার মঞ্চের পার্বণী গানে আবারও নতুনের ছোঁয়া, সৌজন্যে জয়, শ্রীজাত, পৌষালী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল