Raju Srivastav health update: এখনও লাইফ-সাপোর্টে অবস্থা সঙ্কটজনক! কেমন আছেন আজ রাজু শ্রীবাস্তব

Last Updated:

Raju Srivastav health update : রাজু শ্রীবাস্তবের গোটা পরিবারই হাসপাতালে রয়েছে। লাইফ সাপোর্টে রাখা হয়েছে কমেডিয়ানকে।

এখনও লাইফ-সাপোর্টে অবস্থা সঙ্কটজনক! কেমন আছেন আজ রাজু শ্রীবাস্তব
এখনও লাইফ-সাপোর্টে অবস্থা সঙ্কটজনক! কেমন আছেন আজ রাজু শ্রীবাস্তব
#মুম্বই: এখনও সঙ্কটজনক কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। জীবন ফিরে পেতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। অনুরাগীরাও তাঁর শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত এবং তাঁর সুস্থতার কামনা করছেন। জিমে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন রাজু। তার পরেই তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, গতকালের চেয়ে সামান্য উন্নতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার।
রাজু শ্রীবাস্তবের গোটা পরিবারই হাসপাতালে রয়েছে। লাইফ সাপোর্টে রাখা হয়েছে কমেডিয়ানকে। এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি রাজুর। বৃহস্পতিবার রাতে জানা গেল, রাজুর ব্রেন ড্যামেজ হয়েছিল হার্ট অ্যাটাকের সময়েই। মস্তিষ্কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তার পর থেকে এখনও জ্ঞান আসেনি তাঁর। তবে তা হলেও গতকালের থেকে আজ শুক্রবার তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল।
advertisement
advertisement
জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন রাজু শ্রীবাস্তব। কিছু ক্ষণের মধ্যেই চেতনা হারিয়ে ফেলেন ৫৮ বছরের কমেডিয়ান। দিল্লির এইমসে এখন চিকিৎসাধীন রাজু ৷
advertisement
রাজুর ভাই আশিষ শ্রীবাস্তব জানিয়েছিলেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন রাজু। বুধবার সকালে একটি জিমে গিয়েছিলেন তিনি। একই দিনে খানিক বাদে আরও একটি জিমে যান তিনি। ওখানেই অসুস্থ হয়ে পড়েন কমেডিয়ান।
উল্লেখ্য, সবার মুখে হাসি ফোটান রাজু। আজ তিনিই জীবনযুদ্ধ করছেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করছেন তাঁর ভক্তরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Raju Srivastav health update: এখনও লাইফ-সাপোর্টে অবস্থা সঙ্কটজনক! কেমন আছেন আজ রাজু শ্রীবাস্তব
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement