সম্প্রতি যীশু একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি ভূত বাংলার শুটিং করতে চলেছেন। যা থেকে বোঝা যাচ্ছে তিনি স্ক্রিন শেয়ার করতে চলেছেন অক্ষয় কুমার ও তাবুর সঙ্গে।
আরও পড়ুন: রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মৃত ১২ ভারতীয়, নিখোঁজ ১৬ জন! জানাল বিদেশমন্ত্রক
advertisement
যীশু বর্তমানে টলিউড, বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবির জন্যও বেজায় ব্যস্ত। বেশিরভাগ সময়ই মুম্বইতে ব্যস্ত থাকেন তিনি। শোনা যাচ্ছে যীশুই নাকি তৃতীয় সম্পর্কে জড়িয়েছেন, আর তাতেই অশান্তির শুরু (সূত্রের খবর)। নীলাঞ্জনার সোশ্যাল ওয়ালে মন খারাপের একাধিক পোস্ট সামনে এসেছে সম্প্রতি। কখনও কঠিন সময়কে জয় করার পোস্ট করেছেন, কখনও বা নীলাঞ্জনা তাঁর কাছের মানুষ হিসেবে দুই মেয়ে সারা-জারা এবং বোন চন্দনার কথা উল্লেখ করেছেন। বিধ্বস্ত অবস্থাতেও সুন্দর থাকার পাঠ দিয়েছেন। তবে মন খারাপের এই পোস্টে কোথাও নাম নেই যীশুর। তিনি এখন ব্যস্ততম অভিনেতা। টালিগঞ্জের গণ্ডি ছাড়িয়ে হিন্দি এবং তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অভিনয় করছেন চুটিয়ে।