আরও পড়ুন: প্রয়াত সঙ্গীতশিল্পী সুরিন্দর, যেন লোকগানের স্বর্ণযুগের অবসান, শোকবার্তা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন; মাতামাতি ছিল তুঙ্গে! কলকাতায় সাফল্যের আলো দেখল না ‘সুড়ঙ্গ’, বক্স অফিসে হতাশা
প্রিমিয়ারে গিয়ে মাথা গরম করলেন জয়া। ক্যামেরাবন্দি হল সেই মুহূর্ত। ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চনের স্ত্রী। লাল পোশাকে সেজেছিলেন জয়া। ভিডিওতে দেখা যায়, বৃষ্টি মাথায় নিয়ে প্রিমিয়ারে পৌঁছচ্ছেন তারকারা। ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিতে পছন্দ করেন না জয়া। তাই পাপারাৎজিদের সামনে এলেও ক্যামেরার দিকে পিঠ করে দাঁড়িয়েছিলেন তিনি।
advertisement
চারদিক থেকে ‘জয়াজি’, ‘জয়াজি’ করে চিৎকার করছিলেন পাপারাৎজিরা। তাঁদের দাবি, তিনি যেন সামনে ফিরে দাঁড়ান, আর তাঁদের চাহিদামতো ছবি ওঠে। এমনই সময়ে হঠাৎ রেগে গেলেন অভিনেত্রী। ক্যামেরার দিকে ফিরে গম্ভীর মুখে পাপারাৎজিদের বললেন, ‘‘আমি কানে কম শুনি না।’’ জয়ার ভয়ে চিৎকার কমে গেল।
তার পরেই সেখানে হাজির হন অভিষেক। মায়ের চোটপাটের পর ছেলে এসে হাসিমুখে সকলের জন্য পোজ দিতে দিতে বেরিয়ে গেলেন। একজনের সঙ্গে আবার হাতও মেলালেন বলি নায়ক।