Surinder Shinda Death: প্রয়াত সঙ্গীতশিল্পী সুরিন্দর, যেন লোকগানের স্বর্ণযুগের অবসান, শোকবার্তা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
- Published by:Teesta Barman
Last Updated:
Surinder Shinda Death: পঞ্জাবি সঙ্গীত জগতে সুরিন্দরের অবদান অনঃস্বীকার্য। একাধিক বিখ্যাত গান উপহার দিয়ে গিয়েছেন তিনি। তা ছাড়া বেশ কিছু ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছে সুরিন্দরকে।
পঞ্জাব: প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী। ৬৪ বছরের সুরিন্দর শিণ্ডার প্রয়াণে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। কেবল ভক্ত বা সহকর্মীরা নন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-ও শোকবার্তা জানিয়েছেন। বুধবার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পঞ্জাবি বর্ষীয়ান গায়ক। দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন সুরিন্দর।
পঞ্জাবি সঙ্গীত জগতে সুরিন্দরের অবদান অনঃস্বীকার্য। একাধিক বিখ্যাত গান উপহার দিয়ে গিয়েছেন তিনি। তা ছাড়া বেশ কিছু ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছে সুরিন্দরকে।
advertisement
advertisement
গায়কের মৃত্যুর খবর পেয়েই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ট্যুইট করেছেন, ‘প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুরিন্দর শিণ্ডাজির মৃত্যুর খবরে অত্যন্ত মর্মাহত। চিরকালের জন্য নীরব হয়ে গেল ভয়েস অফ পঞ্জাব।’ শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের মতে, পঞ্জাবের সঙ্গীতজগতে সুরিন্দরের অবদান অমূল্য। একইসঙ্গে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি। অভিনেতা-গায়ক হরভজন মানের কথায়, সঙ্গীতশিল্পীর মৃত্যু যেন ‘পঞ্জাবের লোকগানের স্বর্ণযুগের অবসান।’
advertisement
ছেলে মহিন্দর শিণ্ডাকে রেখে গেলেন সুরিন্দর। তাঁর ছেলেও একজন সঙ্গীতশিল্পী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 1:47 PM IST