এক বছর আগে যে টিজারটি মুক্তি পেয়েছিল সেখানে দেখা গিয়েছিল এই ছবিটি মূলত বডি শেমিং-এর বিরুদ্ধে কথা বলবে। স্বাস্থ্যবান চেহারার মানুষদের অনেক সময়ই নানা কটুক্তির শিকার হতে হয়। অনেক সময় এতটাই ব্যাঙ্গ করা হয় তাদের চেহারা নিয়ে যে তাদের আত্মবিশ্বাস মাটিতে মিশে যায়। অনেক ক্ষেত্রে অনেকে ভুল পদক্ষেপ নেন। এইসব কিছুর বিরুদ্ধে কথা বলবে এই ছবি।
advertisement
আরও পড়ুন- বাঙালি মেয়ে রিয়া জড়িয়ে অস্কারের সঙ্গে, ‘নাটু-নাটু’ বাঙালির হাতেও এনে দিল বিশ্বখ্যাতি
স্বাস্থ্যবান হলেও যে সুন্দর হওয়া যায়, ফ্যাশনেবল হওয়া যায়, ভাল করে বাঁচা যায় তা বলতে দেখা যাবে এই ছবিতে ঋতাভরীর চরিত্রটির মধ্য দিয়ে, তেমনটাই আভাস পাওয়া গিয়েছিল প্রথম টিজার থেকে। অন্যদিকে, এ বছর অর্থাৎ ২০২৩ হোলিতে আবারও মুক্তি পেয়েছে আরও একটি নতুন টিজার যেখানে দেখা গিয়েছে ঋতাভরী-আবীর একে অপরকে রঙে রাঙিয়ে দিচ্ছেন। টিজারের ক্যাপশনে লেখা 'এই রঙের উৎসবে আবির শুধু আকাশে-বাতাসে নয়, কারুর বাসায় আর ভালবাসায় ও। আবীর-ঋতাভরীর রঙিন প্রেমের গল্প নিয়ে আসছে উইনডোজ প্রযোজিত অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি 'ফাটাফাটি '। শুভ মুক্তি - ১২ মে।'
আরও পড়ুন- অস্কারের মঞ্চে ভারতীয় তারকাদের চাঁদের হাট, রইল ছবি
প্রথমবারের জন্য জুটি বাঁধতে চলেছেন ঋতাভরী ও আবীর, অন্যদিকে অরিত্র-ঋতাভরী-উইন্ডোজের 'ব্রহ্মাজানে গোপন কোম্মটি'র প্রবল সাকসেস পর আবার এই ছবি এবং জাভেদ আলীর গান সবটা মিলিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে এবার দেখার পালা ১২ই মে হলে মুক্তি পাওয়ার পর এই ছবি কতটা সাড়া ফেলতে পারে বক্সঅফিসে।