এ প্রসঙ্গে উত্তর দিতে কোনও রাখঢাক করেননি জাভেদ। শিল্পী মনে করেন, আর পাঁচজন সাধারণ অভিভাবকের সঙ্গে তাঁর বিশেষ মিল নেই। তিনি তাঁর দুই সন্তানের বন্ধু হয়ে উঠতে চেয়েছেন। জাভেদ বলেছিলেন, "বাবা এবং ছেলেরা সাধারণত খুব খোলাখুলি কথা বলে না। কিন্তু ফারহান, জোয়া আমার সঙ্গে সব ধরনের কথা বলতে পারে। পৃথিবীতে এমন কোনও কথা নেই যা ওরা আমাকে বলতে পারবে না। ওরা আমার সঙ্গে তর্কও করতে পারে।"
advertisement
আরও পড়ুন: রওনা হওয়ার সময়ে গাড়ি পর্যন্ত ছাড়তে এলেন অরিজিৎ, আমার তো হাত পা অবশ! বললেন ইমন
আরও পড়ুন: শীতের রাতে কালনার রাস্তায় গান, মহীনের তাপসের চিকিৎসার খরচ তুলতে শিল্পীদের প্রয়াস
জাভেদের প্রথম পক্ষের সন্তান ফারহান এবং জোয়া। স্ত্রী হানি ইরানির সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেন তিনি। তাঁর সঙ্গেও জাভেদের দুই সন্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
জাভেদের কথায়, "আমার সন্তানরা সব সময় হানি আর আমার সুসম্পর্ক দেখেছে। সময়ের সঙ্গে আমাদের সেই সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠেছে। এখন হানি আমার প্রিয় বন্ধু।"