আরও পড়ুন: মায়ের বয়সি প্রেমিককে বিয়ে করে হঠাৎ অন্তঃসত্ত্বা! শেখরকে নিয়ে বিস্ফোরক শাহরুখের নায়িকা
গান গাওয়ার পাশাপাশি LQBTQIA+ অধিকারের দাবি নিয়ে সরব ছিলেন রিউচেল। লিঙ্গবৈষম্যের বেড়াজাল ভেঙে ফ্যাশনের পথ প্রশস্ত করেছেন রিউচেল। ১৯৯৫ সালে ওকিনাওয়া প্রিফেকচারে জন্ম রিউচেলের। তারপর হাইস্কুল শেষ করে টোকিওতে চলে আসেন পরিবারের সঙ্গে। একাধিক কাপড়ের সংস্থায় কাজ করতেন রিউচেল। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও করে ছাড়তেন। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে খ্যাতি অর্জন করতে শুরু করেন।
advertisement
আরও পড়ুন: ভয়ানক দুর্ঘটনায় পা প্যারালাইজড! ৩০০০ কোটির মালিক ‘রোজা’র অরবিন্দ কেন হারিয়ে গেলেন অকালে
সঙ্গীতশিল্পীর রহস্যমৃত্যুর ঘটনার ঠিক আগের দিন তাঁর প্রাক্তন স্ত্রী টেটসুকো ওকুহিরা তাঁদের ছেলেকে নিয়ে একটি পোস্ট করেন। যেখানে দেখা যায়, ছেলে তার ৫ বছরের জন্মদিন পালন করছে। ১৮ বছর বয়সে যুগলের আলাপ। ২০১৬ সালে বিয়ে করেন তাঁরা। দু’বছর বাদে তাঁদের বিয়ে হয়। গত অগাস্ট মাসে তাঁরা বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। কারণ রিউচেল আবিষ্কার করেন, তিনি আর নিজেকে পুরুষ বলে চিহ্নিত করতে চান না।
এই ঘোষণার পরে যদিও সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দা শুরু হয়। তারপর প্রাক্তন দম্পতি যৌথভাবে বিবৃতি দিয়ে জানান, তাঁরা ‘নতুন ধরনের পরিবার’ শুরু করতে চাইছেন, যাক ফলে তাঁদের সন্তান সুস্থ স্বাভাবিক পরিস্থিতিতে বড় হয়।