TRENDING:

Khushi Kapoor: নতুন প্রেম করছেন শ্রীদেবীর কন্যা? বলিউডের এই তারকাই হচ্ছেন কাপুর পরিবারের জামাই

Last Updated:

Khushi Kapoor: শোন যাচ্ছে, গায়ক এপি ঢিলোঁর সঙ্গে বিশেষ রসায়ন গড়ে উঠেছে খুশির। এপি তাঁর একটি গানে খুশির নামও উল্লেখ করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বলিউডে হাতেখড়ি হতে চলেছে শীঘ্রই। কিন্তু তার আগেই শিরোনামে খুশি কাপুর। আপাতত তাঁর নতুন প্রেমের গুঞ্জনে উত্তাল চারদিক। শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রিরই এক সদস্যকে মন দিয়েছেন বনি কাপুর এবং শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা।
advertisement

শোন যাচ্ছে, গায়ক এপি ঢিলোঁর সঙ্গে বিশেষ রসায়ন গড়ে উঠেছে খুশির। এপি তাঁর একটি গানে খুশির নামও উল্লেখ করেছেন। সেই গানের লাইনটি বাংলায় অনুবাদ করলে হয়, ‘তুমি হাসলে তোমাকে একদম খুশি কাপুরের মতো দেখায়।’ অনেকেই মনে করছেন, এই গানের মাধ্যমে অভিনেত্রীর প্রতি নিজের ভাল লাগার কথা প্রকাশ করেছেন এপি। এরপরেই দু’জনের প্রেমের গুঞ্জন আরও গাঢ় হয়। এ বিষয়ে যদিও খুশি বা এপি এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

advertisement

আরও পড়ুন: ‘পাঠানকে’ পিছনে ফেলে দৌড় ‘আদিপুরুষ’-এর! ১০০ কোটি হয়েছে আগেই, এবার কত

আরও পড়ুন: ‘আমার ক্যানসার হয়েছে’, ভুয়ো বার্তা ছড়ানোর পরই রহস্যমৃত্যু! দেহ মিলল ৩৩ বছরের জনপ্রিয় গায়কের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

খুশিকে দেখা যাবে জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’-এ। এই ছবিতে তাঁর অভিনয় করবেন বলিউডের আরও দুই তারকা-সন্তান। সুহানা খান এবং অগস্ত্য নন্দা। বোন খুশির প্রথম ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে জাহ্নবী কাপুর বলেছিলেন, “আমি খুব খুশি এবং রোমাঞ্চিত। আমি আমার বোনকে অক্লান্ত পরিশ্রম করতে দেখেছি এবং সত্যিই কঠোর পরিশ্রম করেছে ও। ছবির জন্য অডিশন দিচ্ছে। আশা করি ছবিটি সকলের ভাল লাগবে।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Khushi Kapoor: নতুন প্রেম করছেন শ্রীদেবীর কন্যা? বলিউডের এই তারকাই হচ্ছেন কাপুর পরিবারের জামাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল