Adipurush: ‘পাঠানকে’ পিছনে ফেলে দৌড় ‘আদিপুরুষ’-এর! ১০০ কোটি হয়েছে আগেই, এবার কত
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বছরের সবচেয়ে বড় হিট ছবি হতে চলেছে ‘আদিপুরুষ’। ছবির বক্স অফিস কালেকশন দেখে এমনটাই মনে করছেন সিনেপ্রেমীরা।
বছরের সবচেয়ে বড় হিট ছবি হতে চলেছে ‘আদিপুরুষ’। ছবির বক্স অফিস কালেকশন দেখে এমনটাই মনে করছেন সিনেপ্রেমীরা। মুক্তি পাওয়ার প্রথম দিনেই বিশ্বব্যাপি রোজগারে ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছিল এই ছবি। এই মুহূর্তে আদিপুরুষের আয় বিশ্বজুড়ে ২৪০ কোটি টাকা। এখানেই ‘আদিপুরুষ’ জোর টক্কর দিয়েছে ‘পাঠান’কে। শাহরুখ খানের বক্স অফিসে আলোড়ন ফেলে দেওয়া ছবির দ্বিতীয় দিনে আয় ছিল ২১৯ কোটি টাকা।
তবে শুধু বিশ্বের বাজারে নয়, দেশের বাজারেও ‘আদিপুরুষ’ ভালই ব্যবসা করেছে। এই মুহূর্তে গোটা দেশে এই ছবির আয় ২১৬ কোটি টাকা। বিভিন্ন ভাষাতেও মুক্তি পেয়েছে রামায়ণের গল্পে আধারিত এই সিনেমা। সেখান থেকে ‘আদিপুরুষের’ আয় ৬৪ কোটি টাকা।
advertisement
‘আদিপুরুষের’ বক্স অফিসে আয় সম্পর্কে ট্রেড অ্যানালিস্ট বা চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক সুমিত কাডেল ট্যুইট করেন,‘ প্রথম দিনেই বাম্পার ওপেনিং। নিজের জমি শক্ত করে রেখেছে আদিপুরুষ। দ্বিতীয় দিনেই ছবির আয় ২৪০ কোটি। প্রথম দিনেই ছবির বিশ্বব্যাপী আয় ছিল ১৪০ কোটি।’
advertisement
ওম রাউত পরিচালিত এই ছবিতে রাঘবের চরিত্র অভিনয় করছেন ‘বাহুবলী’ খ্যাত প্রভাস। জানকীর চরিত্রে দেখা গিয়েছে কৃতি স্যাননকে। অন্যদিকে ‘রাবনের’ চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। মুক্তির আগে থেকেই এই ছবিকে ঘিরে উঠেছিল নানান বিতর্ক। ছবি সম্পর্কে সমালোচকদের প্রতিক্রিয়াও ছিল মিশ্র। তবে বক্স অফিসের আয় বলছে ‘আদিপুরুষ’ দেখতে হলে ছুটছেন দর্শক।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 12:07 PM IST