সূত্রের খবর, তিনি নাকি আইনজীবী সেজে আদালতে প্রবেশ করেছিলেন। যাতে তাঁকে সাংবাদিকরা চিনতে না পারেন। আগামী ২২ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: 'স্বপ্নের পুরুষ' সুকেশকে বিয়ের জন্য মরিয়া ছিলেন জ্যাকলিন, বাধা হন সহ-অভিনেতা
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)-র চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম রয়েছে জ্যাকলিনের। বছরখানেক ধরে প্রতারক সুকেশের কারণে বারবার শিরোনাম দখল করেছেন বলি নায়িকা। তার মধ্যে সুকেশ-জ্যাকলিনের বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। একাধিক বার ইডি-র তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন জ্যাকলিন। সপ্তাহখানেক আগে দিল্লি পুলিশের আর্থিক দমন শাখায় প্রায় আট ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
advertisement
আরও পড়ুন: ২০০ কোটি টাকা তছরুপের মামলায় জ্যাকলিনকে ৮ ঘন্টা জেরা ইডির
এর আগে জ্যাকলিনের আবেদনপত্রে লেখা হয়েছে, 'কেবল মাত্র কয়েকটা উপহার নিয়েছেন বলে জ্যাকলিনকে দোষ দেওয়া যায় না। অর্থে যা পরিমাপ করা যায় না, তার চেয়েও বেশি কিছু হারিয়েছেন জ্যাকলিন। আশ্চর্যের বিষয় হল যে তিনি ছাড়া আরও সেলিব্রিটি, বিশেষ করে নোরা ফাতেহিকেও চন্দ্রশেখর উপহার দিয়েছিলেন। কিন্তু তাঁদের সাক্ষী করে জ্যাকলিনকে অভিযুক্ত হিসাবে টেনে আনার চেষ্টা করা হয়েছে। স্পষ্টতই তদন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি খারাপ, উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে এতে।'