TRENDING:

এক নজরে জেনে নিন মনসার আগামী সপ্তাহের সেরা আকর্ষণ

Last Updated:

কালার্স বাংলার টাইমব্যান্ড লিডার মনসা ৷ দৈনন্দিন জনপ্রিয়তার শীর্ষে থাকা পৌরাণিক কাহিনি অবলম্বনে রচিত এই ধারাবাহিক ৷ প্রতিদিন সন্ধে ৭টায় কালার্স বাংলায় সম্প্রচারিত হয় মনসা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কালার্স বাংলার টাইমব্যান্ড লিডার মনসা ৷ দৈনন্দিন জনপ্রিয়তার শীর্ষে থাকা পৌরাণিক কাহিনি অবলম্বনে রচিত এই ধারাবাহিক ৷ প্রতিদিন সন্ধে ৭টায় কালার্স বাংলায় সম্প্রচারিত হয় মনসা ৷ খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করেছে মনসা ৷ এক নজরে জেনে নিন আগামী সপ্তাহে কী হতে চলেছে মনসা ধারাবাহিকে ৷
advertisement

অমরত্বের সন্ধানে গোটা দেবকুল ৷ সমুদ্র মন্থনের সময়ে পাওয়া অমৃত পান করলেই অমর হওয়া সম্ভব ৷ তবে সমুদ্র মন্থনের সময়ে পাওয়া অমৃত পান করে অমর হতে দেবতাদের সারিতে রাহু ও কেতু ছদ্মবেশে বসে পড়ে ৷ দানবেরা ছিনিয়ে নেয় সম্পূর্ণ অমৃত ভাণ্ডার ৷ একমাত্র বিষ্ণুই চিনতে পেরেছিলেন ৷ তাঁর সুদর্শন চক্র দিয়ে রাহুর মাথা উড়িয়ে দিয়েছিলেন ততক্ষণে রাহুর কন্ঠ স্পর্শ করেছিল অমৃত ৷ তাই রাহু গলা পর্যন্ত অমর হয়ে যায় ৷

advertisement

তাই রাহু সূর্য ও চন্দ্রকে গ্রাস করলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে ৷ স্বয়ং দেবাদিদেব মহাদেব মনসাকে নির্দেশ দিয়েছেন রাহুর গলা পর্যন্ত অমরত্ব পুনরুদ্ধার করার ৷ মনসা কি পারবে দেবকুলকে রক্ষা করতে ? পারবে কি উদ্ধার করতে অমৃতের ভাণ্ডার ? না কি সমগ্র নাগকুল ব্যর্থ হবে ? জানতে হলে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে কালার্স বাংলার পর্দায়, প্রতিদিন সন্ধে ৭টায় ৷ আগামী এক সপ্তাহ ধরে মনসা নিয়ে আসতে চলেছে একের পর এক ধামাকা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

আরও পড়ুন বাংলা টেলিভিশন কাঁপানো গত সপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক, দেখে নিন এক নজরে

বাংলা খবর/ খবর/বিনোদন/
এক নজরে জেনে নিন মনসার আগামী সপ্তাহের সেরা আকর্ষণ