বাংলা টেলিভিশন কাঁপানো গত সপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক, দেখে নিন এক নজরে
Last Updated:
অপেক্ষার আরও এক সপ্তাহ অতিক্রান্ত ৷ সামনে এল গত এক সপ্তাহ ধরে মনের দশ দিক জুড়ে হৃদয়ে ঝড় তুলেছে ভিন্ন স্বাদের কিছু গল্প ৷ এমন গল্প যা কখনও মানুষকে প্রেমের জোয়ারে ভাসিয়েছে তো কখনও মনে ভক্তির সঞ্চার ঘটিয়েছে ৷
#কলকাতা: অপেক্ষার আরও এক সপ্তাহ অতিক্রান্ত ৷ সামনে এল গত এক সপ্তাহ ধরে মনের দশ দিক জুড়ে হৃদয়ে ঝড় তুলেছে ভিন্ন স্বাদের কিছু গল্প ৷ এমন গল্প যা কখনও মানুষকে প্রেমের জোয়ারে ভাসিয়েছে তো কখনও মনে ভক্তির সঞ্চার ঘটিয়েছে ৷ কখনও বা আকৃষ্ট করেছে একটি সাধারণ মেয়ের আসাধারণ কাহিনি ৷
বিশেষ করে প্রাইম টাইমে বাংলা টেলিভিশনে ঝড় তুলেছে এক সে বাড় কর এক ধারাবাহিক ৷ সাফল্য়ের শীর্ষে থেকে জয় করেছে দর্শকের মন ৷ এই সপ্তাহে এক নজরে দেখে নিন বাংলা টেলিভিশনের সব থেকে জনপ্রিয় ৫টি ধারাবাহিক ৷ CS 15+ Female Kolkata দর্শকদের মধ্যে এই সপ্তাহেও সেরা হয়েছে বকুলকথা ৯.২, জয়বাবা লোকনাথ বেশ কয়েক ধাপ এগিয়ে এই সপ্তাহেও দু'নম্বরে ৮.১, সাত ভাই চম্পা ৭.৪, ফাগুন বউ ৭.২ এবং করুণাময়ী রাণী রাসমণী ৭ ৷
advertisement
advertisement
গত এক সপ্তাহ ধরে ভিন্ন স্বাদে মেতেছিল বাংলা টেলিভিশন প্রেম-বিরহ, দৈবশক্তি, আধ্যাত্মিকতা, রূপকথা নিয়েই ৷ জীবনের বিভিন্ন ঘটনাগুলি প্রিয় চরিত্রের মাধ্যমে প্রতিফলিত হয়েছে ৷ বারমাস্যার জীবনে বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠেছে জীবন ৷ রোজ নতুনের জীবনে যোগ হয়েছে আরও রঙ ৷ তার ফলেই প্রতিদিন ধীরে ধীরে রঙে রঙে হয়েছে রঙিন ৷
advertisement
Location :
First Published :
June 14, 2018 3:31 PM IST