TRENDING:

Ishaa Saha: আমাকে নিয়ে যা-ই রটুক না কেন... ইশার জীবনে প্রেম ঠিক কীরকম? জানালেন নায়িকা

Last Updated:

Ishaa Saha: 'মিথ্যে প্রেমের গান' প্রসঙ্গে ইশা বলেন, "প্রেম একটা অত্যন্ত পবিত্র অনুভূতি এবং আমার মতে প্রেম হল ধ্রুব সত্য। মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায় কিন্তু প্রেম চিরতরে থেকে যায়। প্রেম কখনওই মিথ্যে হয়ে যায় না।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এই মুহূর্তে টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে ইশা সাহার নাম উঠে আসে। আইনের ছাত্রী ইশা মেগা ধারাবাহিকের হাত ধরে বড় পর্দায় পা রাখেন। তাঁর প্রথম সিরিয়াল ছিল 'ঝাঁঝ লবঙ্গ ফুল'। তারপর বাকিটা ইতিহাস। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। পুজোতে মুক্তি পেয়েছে তাঁর 'কাছের মানুষ' এবং 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। এরপরই ভ্যালেন্টাইন্স ডে-র আগে ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ইশার নতুন ছবি 'মিথ্যে প্রেমের গান'। এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য ও অর্জুন চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে ইশাকে। আপাদমস্তক মিউজিক্যাল ড্রামা এই ছবি।
ইশা সাহা
ইশা সাহা
advertisement

ছবিতে ১১ টি গান রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে গানই ছবির গল্পের সুর বেঁধে দেবে। ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে ইশাকে। অনির্বাণ এখানে একজন সঙ্গীতশিল্পী। অর্জুন একজন ক্লাসিক্যাল সিঙ্গার। ছবির ট্রেলার দেখেই এ কথা স্পষ্ট যে ত্রিকোণ প্রেমের গল্প বলা হয়েছে।

আরও পড়ুন: স্বস্তিকার সঙ্গে প্রেম করছেন দিব্যজ্যোতি? জল্পনার অবসান ঘটালেন পর্দার সূর্য

advertisement

'মিথ্যে প্রেমের গান' প্রসঙ্গে ইশা বলেন, "প্রেম একটা অত্যন্ত পবিত্র অনুভূতি এবং আমার মতে প্রেম হল ধ্রুব সত্য। মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায় কিন্তু প্রেম চিরতরে থেকে যায়। প্রেম কখনওই মিথ্যে হয়ে যায় না।" ব্যক্তিগত জীবনেও ইশা তাই মনে করেন। অভিনেত্রী আরও জানান যে, প্রেম বলতে যে শুধু একজন মানুষের আরেকজন মানুষের প্রতি অনুরাগ তা নয়। যে কোনও জিনিসের প্রতি ভালবাসা, প্রেম জন্মাতে পারে। কেউ গানের প্রেমে পড়ে। কেউ আবার প্রকৃতির সঙ্গে প্রেম করে। তাই প্রেমকে শুধুমাত্র মানুষের মধ্যে আবদ্ধ রাখলেই চলবে না।

advertisement

আরও পড়ুন: আমাকে সবাই সাহসী চরিত্রের জন্যই ডাকে, অকপট ঈশিকা

কিন্তু ইশার জীবনে প্রেম ঠিক কীরকম? তিনি বলেন, "চারপাশে তাঁকে ঘিরে যতই প্রেমের গুঞ্জন রটুক না কেন, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য সংবাদমাধ্যমে তাঁর প্রেম নিয়ে যতই কানাঘুষো শোনা যাক না কেন, তিনি এই মুহূর্তে হ্যাপিলি সিঙ্গল। আর কারও সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হলে সেটাকে তিনি একান্তই ব্যক্তিগত রাখতে চান। তাঁর কথায় সেলিব্রিটি হলেই সব সময় সবটা পাবলিক হয়ে যাবে সে রকম কোনও বাধ্যবাধকতা নেই।

advertisement

ইশা বলেন, "হয়তো আমি মধ্যবিত্ত পরিবার থেকে হঠাৎই এই গ্ল্যামার দুনিয়ায় এসে পড়েছি। তাই মধ্যবিত্ত মূল্যবোধগুলোকে একেবারে ঝেড়ে ফেলতে পারিনি। সেই অর্থে অন্য সেলিব্রিটিদের থেকে আমার ভাবনা ও জীবনযাপন পৃথক হতেই পারে। আমি এই মুহূর্তে সত্যি-মিথ্যে কারও সঙ্গেই প্রেম করছি না। তবে মাঝে মধ্যেই চমকে উঠি আমার অজান্তে যখন সংবাদমাধ্যমে আমার সম্পর্কের খবর উঠে আসে।"

advertisement

নায়িকার কথার ইঙ্গিত যে, কিছুদিন আগে তাঁর সঙ্গে নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে যে খবর রটে ছিল সেই দিকে। ইশা আরও বলেন, "তবে ছবি প্রসঙ্গে বলতে গেলে এই ছবিতে গান এবং প্রেম কোনওটাই মিথ্যে হয়ে যাবে না। ছবিতে ভীষণ একটা প্র্যাকটিক্যাল চরিত্রে অভিনয় করেছি। একজন জার্নালিস্টের চরিত্র। বাকিটা ভালো-মন্দ দর্শক বিচার করবে। তবে বাংলা ছবিকে বাঁচিয়ে রাখতে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখতে হবে।"

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

ইশা এখনও 'পাঠান' দেখেননি। তাঁর ব্যক্তিগত অভিমত, সবাই 'পাঠান' দেখে নিক তারপর তিনি ধীরে সুস্থে ছবিটি দেখবেন। আপাতত নিজের ছবি 'মিথ্যে প্রেমের গান' প্রিমিয়ারের দিন প্রেক্ষাগৃহে গিয়ে বড় পর্দায় দেখার ইচ্ছে রয়েছে তাঁর। তৈরি হওয়ার পর ছবিটি তিনি এখনও দেখে উঠতে পারেননি। তাই বাকি দর্শকদের মতো তিনিও উৎসুক এই মিউজিক্যাল ছবি নিয়ে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ishaa Saha: আমাকে নিয়ে যা-ই রটুক না কেন... ইশার জীবনে প্রেম ঠিক কীরকম? জানালেন নায়িকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল