সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে ছোট্ট টিপ, গলায় নেকলেস, হাতে চুরি, লাল টকটকে শাড়ি পরে রুবেলের পাশে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন শ্বেতা৷ রুবেলকেও পাঞ্জাবি পরে দেখা গেছে৷ দুজনেই হাসিমুখে ছবিতে পোজ দিয়েছেন তারকা জুটি৷ এই ছবি দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন ভক্তরা৷ নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করতেই বিয়ের জল্পনা বেড়েছে৷ নেটিজেনরা অনেকেই গোপন বিয়ের কথা তুলেছেন৷ তবে কি সত্যিই গোপনে বিয়েটা সেরে নিলেন রুবেল ও শ্বেতা? এই প্রশ্নই আনাচে-কানাচে ঘুরছে৷
advertisement
আরও পড়ুন-আলিয়াকে দেওয়া রণবীরের সারপ্রাইজ গিফটে হয়ে যেতে পারে বিদেশ সফর! দাম শুনে চোখ কপালে ভক্তদের
আরও পড়ুন-সর্বনাশ! আবারও খুনের হুমকি পেলেন উরফি, ছুটতে হল থানায়, তারপর যা হল...
নববর্ষের দিন শ্বেতা ও রুবেলের এই ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ তবে শ্বেতা জানিয়েছেন, 'গোপনে কোনও বিয়ে নয়, বরং নববর্ষের দিন বিজয়া বৈঠকে ছবিটা তোলা হয়েছে৷ যারা ভাবছেন বিয়ে হয়েছে,তারা একদমই ভুল'৷ বর্তমানে জি বাংলার 'সোহাগ জল' ধারাবাহিকে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য৷ এবং 'নিম ফুলের মধু' ধারাবাহিকে কাজ করছেন রুবেল দাস৷ সেই কারণেই বিজয়া বৈঠকে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদেরকে৷ শুটিংয়ের ফাঁকেই ছবিটি তুলেছেন রুবেল ও শ্বেতা৷ ছবিটি দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷