বহুদিন থেকেই বলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল যে কার্তিক আরিয়ান এবং সারা আলি খান প্রেম করতেন। ইমতিয়াজ আলির 'লাভ আজ কাল' থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। তবে শোনা গিয়েছিল ছবি মুক্তির আগেই তাঁদের ভেঙে যায় তাঁদের সম্পর্ক। তবে তারকারা এ নিয়ে কোনও স্পষ্ট মন্তব্য করেননি কোনও দিন। কিন্তু পরিচালক-প্রযোজক করণ জোহর সেই গুঞ্জনে শিলমোহর বসিয়েছিলেন তাঁর চ্যাট শো 'কফি উইথ করণ'-এ। তার পর কার্তিকের ভাল বন্ধু কৃতী স্যাননের সঙ্গে গুঞ্জন শোনা গিয়েছিল মাঝে।
advertisement
আরও পড়ুন: 'আলিয়া ও সন্তান ভাল আছে'! সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত ঠাকুমা নীতু কাপুর
আরও পড়ুন: আলিয়া নয়, নাতনির আগমনের খবর শুনে বড় মেয়ে পূজার কথা মনে পড়ে মহেশের! কিন্তু কেন
এ বার জানা যাচ্ছে, হৃতিকের খুড়তুতো বোনের সঙ্গে বেশ সময় কাটাতে দেখা যাচ্ছে কার্তিককে। আর তাতেই সন্দেহ গাঢ় হয়েছে। কিন্তু এখন কার্তিকের এক ঘনিষ্ঠ সূত্র মারফত অন্য খবর পাওয়া যাচ্ছে। সেই ব্যক্তির কথায়, ''এই ধরনের প্রেমের গুঞ্জনের কোনও সত্য নেই। কার্তিক একের পর এক ছবির সুযোগ পাচ্ছেন। আপাতত প্রেম করার কোনও সময় নেই তাঁর। গোটা বছরে প্রবল ব্যস্ত ছিলেন তিনি। 'ভুলভুলাইয়া ২'-এর পর 'ফ্রেডি'। তার উপর 'শেহজাদা' এবং 'সত্য প্রেম কি কথা'র শ্যুটিং চলেছে। আপাতত তাঁর মতো ব্যস্ত অভিনেতা কেবল নিজের কাজেই মন দিয়েছেন।''
অন্য দিকে পশমিনা এবার বলিউডে পা রাখতে চলেছেন। ২০০৩ সালের শাহিদ কাপুর-অমৃতা রাওয়ের সুপারহিট ছবি 'ইশক ভিশক'-এর সিক্যুয়েলে কাজ করতে চলেছেন। তাঁর সঙ্গে দেখা যাবে রোহিত সরফ, জিবরান খান, নৈলা গ্রেওয়ালকে। 'ইশক ভিশক রিবাউন্ড' নামের এই ছবিটি প্রযোজনা করছেন রমেশ টরানি।