উত্তরপ্রদেশের অযোধ্যার ছেলে ঋষির। রিয়্যালিটি শো জেতার পর কেবল ট্রফি নয়, একটি গাড়ি এবং ২৫ লক্ষ নগদ নিয়ে বাড়ি ফিরলেন জয়ী। মঞ্চে তাঁর নামোচ্চারণ করার পরেই আনন্দে ঋষির চোখে জল চলে আসে। এতদিন ধরে একটানা দর্শক এবং বিচারকদের মনজয় করে এসেছেন।
‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩ নম্বর সিজনের চূড়ান্ত পর্বে এই তিন জন ছাড়াও ছিলেন বিদীপ্তা চক্রবর্তী, সোনাক্ষী কর এবং শিবম সিং। দেবস্মিতা বনগাঁর মেয়ে। তিনি ছাড়া বাকি দুই মহিলাও এই বাংলারই। দেবস্মিতা দর্শকদের সবথেকে পছন্দের ছিলেন শো-এর শুরু থেকেই। দেবস্মিতা এবং চিরাগ ৫ লক্ষ টাকা করে পুরস্কার পেয়েছেন। বিদীপ্তা এবং শিবমের হাতে তুলে দেওয়া হয়েছে ৩ লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুন: বরুণের আচরণে বিরক্ত জিজি? মডেলের পোস্ট উধাও! ‘অনুমতি ছাড়া চুম্বন’ বিতর্ক তুঙ্গে
আরও পড়ুন: 'নাটু নাটু'-তে NMACC মঞ্চে আগুন দুই নারীর, আলিয়া-রশ্মিকার যুগলবন্দির ভিডিও দেখুন
বঙ্গতনয়ার কথায়, ‘‘আমি বিশ্বাস করতে পারছি না এই মঞ্চে দাঁড়িয়ে গান গেয়েছি। নামী বিচারকদের সামনে গান গাওয়ার সুযোগ পাব কোনও দিন ভাবিইনি। আর এই কারণে বাবা-মায়ের চোখে গর্ব, আনন্দ দেখতে পাওয়াটাই আমার পাওনা। ফাইনালিস্টের তালিকায় আমার নাম উল্লেখ করার পরেই মনে হয়েছিল, ট্রফি জিতে গিয়েছি।’’