TRENDING:

Witting with Fire Nominated For Oscar: অস্কারে বাঙালি পরিচালকের তথ্যচিত্র ! 'রাইটিং উইথ ফায়ার'-এ স্বামী-স্ত্রীর জয়গান !

Last Updated:

Witting with Fire nominated for Oscar: বঙ্গসন্তানের তথ্যচিত্র অস্কারে মনোনীত ! সঙ্গে কাজ করেছেন তাঁর স্ত্রীও ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি:  অস্কারে এবার বাঙালি পরিচালকের ছবি। মঙ্গলবার সন্ধ্যেতেই এই খবর সামনে আসে। আর তারপর থেকেই তুমুল ব্যস্ত হয়ে পড়েন স্বামী স্ত্রী দু'জনের। এক সঙ্গে তাঁরা অস্কার নমিনেশন পেয়েছেন (Witting with Fire nominated for Oscar)। এবার তো সকলেই তাঁদের খবর নেবে। তেমনটাই হল সুস্মিত ঘোষ ও রিঙ্কু থমাসের ক্ষেত্রে। তাঁদের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’ ডকুমেন্টারি ফিচার বিভাগে শেষ পাঁচে জায়গা পেয়েছে।দুই পরিচালকের এক জন আবার বাঙালি।
photo source collected
photo source collected
advertisement

দিল্লিতেই থাকেন রিন্টু ও সুস্মিত(Witting with Fire nominated for Oscar)। তাঁদের ছবির বিষয় এক দলিত মহিলা সাংবাদিককে নিয়ে। কীভাবে সে একাই একটি গ্রামের সংবাদপত্রকে এগিয়ে নিয়ে চলছে। এবং তা নিয়ে লড়াই, বাধা সব উঠে এসেছে রিঙ্কু ও সুস্মিতের ক্যামেরায়। যা মন ছুঁয়েছে অনেকেরেই।

এর আগেও ২০টি আর্ন্তজাতিক পুরস্কার জিতেছে এই ছবি। মঙ্গলবার 'জয় ভীম' নিয়ে অনেকের আশা থাকলেও(Witting with Fire nominated for Oscar)। সে ছবি শেষ পাঁচে জায়গা করে নিতে পারেনি। কিন্তু রিন্টু ও সুস্মিতের এই ছবি শেষ পাঁচে রয়েছে। এখন গোটা দেশের নজর তাঁদের দিকে। দেখা যাক কী বলে তাঁদের ভাগ্য। সুস্মিত আপাতত দিলইতেই আছেন। মাঝে বেশ কিছুটা সময় তিনি কাটিয়েছেন আফ্রিকায়। যদিও সুস্মিত কলকাতায় বড় হননি। কিন্তু তাঁর পরিবারের অনেকেই কলকাতায় থাকেন। ২০১৯-এও কলকাতায় এসেছেন তিনি। গড়গড়িয়ে বাংলাও বলতে পারেন।

advertisement

আরও পড়ুন: মেয়ের বিয়ে দেখতে এলেন মৃত বাবা ! দিলেন আর্শীবাদও ! দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

এর আগে মাদার ইন্ডিয়া (১৯৫৭) সাল, সালাম বম্বে (১৯৮৮) আর ২০০১-এ লাগান । এবং সত্যজিৎ রায়ের স্পেশাল অস্কার (Witting with Fire nominated for Oscar)পুরস্কার ছাড়া ভারত এই পুরস্কার আসেনি। তবে এবার সুস্মিত ও রিঙ্কু কি পারবেন সেই আশা ফের সত্যি করতে? সেটাই দেখার। তাঁরা সাধারণত নন-ফিকশন বানান। এবার ডকু ফিচার বানিয়েছেন। সুস্মিত জানান, ' আমি জানি এই কাজে সকলে খুব খুশি হবে। তবে মাদার ইন্ডিয়া, সালাম বম্বে, এবং লাগানের পর একটা ডকু ফিচার ছবি অস্কারে মনোনয়ন পেয়েছে। এটাই আমাদের জন্য অনেক।" তবে আশা রাখছেন সুস্মিতও। এখন দেশের চোখ অস্কারে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Witting with Fire Nominated For Oscar: অস্কারে বাঙালি পরিচালকের তথ্যচিত্র ! 'রাইটিং উইথ ফায়ার'-এ স্বামী-স্ত্রীর জয়গান !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল