বিমানবন্দরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে খোশমেজাজে ধরা দিলেন অরিজিৎ সিং৷ যাকে কিনা পাগড়ি ছাড়া কোনও কনসার্টে দেখা যায় না, এবার পাগড়ি ছাড়া একগাল দাড়ি মুখে বিশ্বকাপের মঞ্চ মাতালেন অরিজিৎ সিং৷ এমনিতে খুব একটা সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে দেখা যায় না তাকে৷ কনসার্টের সময়েই যা বলার বলেন৷ এছাড়া সংবাদমাধ্যম থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি৷ তবে এবার যেন পুরোটাই অন্য মেজাজে রয়েছেন বাংলার সোনার ছেলে৷
advertisement
অরিজিৎকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কী পারফর্ম করবেন তিনি? সাংবাদিকদের জবাবে তিনি বলেন, খাবার কি কিছু আছে? তাহলে খাওয়ার খেয়ে বলছি কী পারফর্ম করব৷ তারপরেই সাংবাদিকরা অরিজিৎকে আরও জিজ্ঞাসা করেন, টিম ইন্ডিয়ার জন্য তিনি কিছু বলতে চান কিনা? তার উওরেও শুধু টিম ইন্ডিয়া বলে বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান৷ ভারত-পাক ম্যাচের টানটান উত্তেজনার মধ্যে ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
আরও পড়ুন- অরিজিৎ সিং কত টাকা নেন ‘বিয়ে’-তে গান গাইতে? চমকে যাবেন টাকার অঙ্ক শুনলে
আরও পড়ুন-অকালে চলে গেলেন সলমনের কাছের মানুষ, পুজোর মরশুমে শোকের ছায়া বিনোদন জগতে
উল্লেখ্য, এর আগে আইপিএল-এ পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং৷ ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে পথচলা শুরু বাংলার সোনার ছেলে অরিজিৎ সিং-এর। যার কন্ঠস্বরে মোহিত গোটা বিশ্ব। যাকে ছাড়া বলিউড প্লেব্যাকের কথা এখনও ভাবাই যায় না। এবার সুরের জাদুতে ভারত-পার ম্যাচে দ্যুতি ছড়ালেন বাংলার সোনার ছেলে৷