Bhairavi Vaidya Death: অকালে চলে গেলেন সলমনের কাছের মানুষ, পুজোর মরশুমে শোকের ছায়া বিনোদন জগতে

Last Updated:

Bhairavi Vaidya Death: পুজোর মরশুমে বিরাট দুঃসংবাদ৷ আচমকাই প্রয়াত হলেন সলমনের কাছের মানুষ তথা বলিউডের খ্যাতনামা অভিনেত্রী ভৈরবী বৈদ্য৷

অকালে চলে গেলেন সলমনের কাছের মানুষ
অকালে চলে গেলেন সলমনের কাছের মানুষ
মুম্বই: পুজোর মরশুমে বিরাট দুঃসংবাদ৷ আচমকাই প্রয়াত হলেন সলমনের কাছের মানুষ তথা বলিউডের খ্যাতনামা অভিনেত্রী ভৈরবী বৈদ্য৷ গত ৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি দিতেই শোকের ছায়া পড়ছে বিনোদন জগতে৷ মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৬৭ বছর৷
জানা গিয়েছে, ভৈরবী বৈদ্য দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন৷ গত ৬ মাস ধরেই এই রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি৷ অবশেষে মারণ রোগের কাছে পরাজিত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী৷ প্রায় ৪৫ বছর ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী৷ একাধিক হিন্দি ধারাবাহিক, সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে৷ শেষবার তাকে দেখা গিয়েছিল ‘নিমা ডেঞ্জংপা’ নামক একটি ধারাবাহিকে।
advertisement
advertisement
ভৈরবী বৈদ্যর উল্লেখযোগ্য বলিউড ছবিগুলোর মধ্যে রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ‘তাল’। এই ছবিতে ‘জানকি’র চরিত্রে অভিনয় করেছিলেন ভৈরবী। এই চরিত্রের জন্য তাঁর অভিনয়ও দারুণ প্রশংসিত হয়েছিল। এছাড়া সলমান খানের ‘চোরি চোরি চুপকে চুপকে’তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন ভৈরবী বৈদ্য৷ হিন্দি ছাড়াও গুজরাটি নাটক, ধারাবাহিক ও ছবিতেও চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী৷ অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তারকাদের একাংশ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhairavi Vaidya Death: অকালে চলে গেলেন সলমনের কাছের মানুষ, পুজোর মরশুমে শোকের ছায়া বিনোদন জগতে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement