TRENDING:

ঝুলিতে একাধিক সফল গান! তবু ইমনের বাড়িতে থাকে না চাল-ডাল, কেন জানেন

Last Updated:

ইমন জানান, বাড়িতে জলের অভাব হলেও সেই মুশকিল আসান করে দেন তাঁর বাবা। মেয়ের সংসারে কখন কোনটা লাগবে, তা নিয়ে তিনি সর্বদাই ওয়াকিবহাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০২১ সালের ফেব্রুয়ারি। শীতের এক সন্ধ্যায় নীলাঞ্জন ঘোষের সঙ্গে সাতপাক ঘুরেছিলেন ইমন চক্রবর্তী। আপাতত কাজের পাশাপাশি গুছিয়ে সংসার করছেন গায়িকা। কিন্তু জানেন কি, ঘরের প্রায় কোনও কাজই করতে হয় না ইমন বা নীলাঞ্জনকে? এমনকী তাঁদের রান্নাঘরে মজুত থাকে না সামান্য চালডালটুকুও।
advertisement

কয়েক মাস আগে 'দিদি নম্বর ওয়ান'-এ গিয়ে সে কথা নিজেই জানিয়েছিলেন ইমন। তিনি বলেন, "শ্বশুরবাড়ি থেকে রাতের আর দুপুরবেলার খাবার আসে। তা হলে আমরা কেন চাল-ডাল কিনলে সেটা নষ্ট হবে না?"

এখানেই শেষ নয়। ইমন জানান, বাড়িতে জলের অভাব হলেও সেই মুশকিল আসান করে দেন তাঁর বাবা। মেয়ের সংসারে কখন কোনটা লাগবে, তা নিয়ে তিনি সর্বদাই ওয়াকিবহাল।

advertisement

আরও পড়ুন: মেয়েকে নিয়ে বচসা রণবীর-আলিয়ার! ফাঁস ঘনিষ্ঠ সূত্রে, রাহার জন্য সারারাত জাগতে হয় কি নতুন মাকে

আরও পড়ুন: তিন মাস অন্তঃসত্ত্বা হওয়ার খবর চেপে গিয়েছিলেন আলিয়া! বমি ভাব, ক্লান্তি নিয়েই কাজ

ইমনের গল্প শুনে অবাক রচনা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। গায়িকার কথা শুনে হাসি আটকাতে পারেননি দর্শকরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আপাতত একাধিক কাজ নিয়ে ব্যস্ত ইমন। গানের পাশাপাশি অভিনয়, পডকাস্টেও হাত পাকিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
ঝুলিতে একাধিক সফল গান! তবু ইমনের বাড়িতে থাকে না চাল-ডাল, কেন জানেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল