TRENDING:

কেকে বিতর্ক পিছনে ফেলে আবার একসঙ্গে রূপঙ্কর-ইমন, সৌজন্যে রবি ঠাকুর

Last Updated:

সুরকার আশু চক্রবর্তীর তত্ত্বাবধানে ইমন চক্রবর্তী ও রূপঙ্কর বাগচীর গলায় নতুনভাবে উঠে এল। প্রথমবার বিখ্যাত এই গানটি রক মিউজিকের ফরম্যাটে রেকর্ড করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুর পর শিরোনামে উঠে এসেছিল রূপঙ্কর বাগচী ও ইমন চক্রবর্তীর মতানৈক্য। কিছুদিন আগেও তাঁদের বাদানুবাদ নিয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। এবার কবিগুরুর লেখা 'একলা চলো রে' গানটির ১১৭ বছর পূর্তিতে ওই গানটিই গাইলেন রূপঙ্কর ও ইমন।
advertisement

বিশ্বকবি কোথাও যেন দুই শিল্পীকে আবারও এক করলেন। ১৯০৫ সালে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের 'একলা চলো রে' গানটি মূলত একটি দেশাত্মবোধক গান। রবি ঠাকুরের গীতবিতানের 'স্বদেশ' পর্যায়ে গানটি অন্তর্ভুক্ত করা হয়েছিল।

আরও পড়ুন: মহিষাসুরমর্দিনী শুভশ্রী! মহালয়ার ভোরে 'মিঠাই', 'তুবড়ি', 'রঞ্জা'রা কে কোন রূপে আসছেন? দেখে নিন এক ঝলকে

advertisement

বিখ্যাত এই গানটি নানা সময় নানা প্রেক্ষাপটে নতুন নতুন ভাবে উঠে এসেছে। এবার সুরকার আশু চক্রবর্তীর তত্ত্বাবধানে ইমন চক্রবর্তী ও রূপঙ্কর বাগচীর গলায় নতুনভাবে উঠে এল। প্রথমবার বিখ্যাত এই গানটি রক মিউজিকের ফরম্যাটে রেকর্ড করা হয়েছে। সঙ্গে রয়েছে এক মন ভালো করে দেওয়া ভিডিও অ্যালবাম।

advertisement

পরিচালক রাজর্ষি দে  মিউজিক ভিডিওটি শ্যুট করেছেন। পুরো ভিডিওটির শ্যুটিং বোলপুরে হয়েছে। অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়, রিচা শর্মা, অসীম রায়চৌধুরী ও লিপিকা চট্টোপাধ্যায়। সুস্মিতা শীল অত্যন্ত সযত্নে পুরো ভিডিওটি ফ্রেমবন্দি করেছেন।

আরও পড়ুন: ২০০ কোটি টাকা তছরুপের মামলায় জ্যাকলিনকে ৮ ঘন্টা জেরা ইডির

'একলা চলো রে'-এর দৌলতে সমস্ত বিতর্ক এড়িয়ে দুই প্রতিভা রূপঙ্কর ও ইমনকে আবারও একসঙ্গে পাওয়া গেল।

advertisement

গানটির মধ্যে অদ্ভুত এক ম্যাজিক রয়েছে যা ছোট বড় সকলকে আকর্ষণ করে। মহাত্মা গান্ধীও এই গানটির দ্বারা বিশেষ প্রভাবিত হয়েছিলেন। তাঁর পছন্দের গান গুলির মধ্যে এই গানটিকে তিনি অন্যতম বলে উল্লেখ করেছিলেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
কেকে বিতর্ক পিছনে ফেলে আবার একসঙ্গে রূপঙ্কর-ইমন, সৌজন্যে রবি ঠাকুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল