TRENDING:

IKSFF 2024: আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল শহরে; তারকাখচিত এই উৎসবে সম্মানিত হলেন বর্ষীয়ান অভিনেতা মোহন আগাসে

Last Updated:

International Kolkata Short Film Festival: ছয় দিন ব্যাপী এই উৎসবে সারা বিশ্বের সমৃদ্ধ সব শর্ট ফিল্ম দেখানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার চার বছরে পড়ল ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (আইকেএসএফএফ ২০২৪)। গত ২৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল উৎসব। আর তা চলেছিল ২৮ জানুয়ারি পর্যন্ত। ছয় দিন ব্যাপী এই উৎসবে সারা বিশ্বের সমৃদ্ধ সব শর্ট ফিল্ম দেখানো হয়েছে।
অভিনেত্রী মুনমুন সেনের সঙ্গে ড. মোহন আগাসে
অভিনেত্রী মুনমুন সেনের সঙ্গে ড. মোহন আগাসে
advertisement

অনলাইন স্ক্রিনিংয়ের মাধ্যমে শুরু হয়েছিল ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এরপর ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত আইলিড-এ চলে সেমিনার এবং স্ক্রিনিং। আর ফিজিক্যাল ফেস্টিভ্যাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়েছে রোটারি সদনে ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত। এবার এই উৎসবের ট্যাগলাইন ছিল ছোট ছবির বড় উৎসব। আর দর্শকদের জন্য দুর্দান্ত সব চমকও ছিল।

advertisement

আরও পড়ুন– মুখ ঢেকে ছদ্মবেশ ধরে ভক্তদের ভিড়ে মিশেও শেষরক্ষা হল না, রাম লালা ঠিক চিনে ফেললেন এই অভিনেতাকে; ভাইরাল হল ভিডিও

গত ২৬ জানুয়ারি এই চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল হংকং, আমেরিকা, ইউক্রেন, ফ্রান্স এবং চিনের ছবি। দেবলীনা দত্ত, সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং চন্দা দত্তের মতো বিখ্যাত চিত্রপরিচালকেরা অনুষ্ঠানে এক আলাদাই মাত্রা যোগ করেছেন।

advertisement

টিম রাজা রানি রোমিও

ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ ‘রাজা রানি রোমিও’-র গোটা টিম সেখানে উপস্থিত ছিল। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অর্পণ ঘোষাল, স্বীকৃতি মজুমদার, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং জিৎসুন্দর চক্রবর্তী। সেই সঙ্গে ওই উৎসবে যোগ দিয়েছিলেন পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালক প্রাঞ্জল দাস এবং পিআর মার্কেটিং হেড রানা বসু ঠাকুর।

advertisement

Rana Basu Thakur with Alexandra Taylor

গত ২৭ জানুয়ারি দেখানো হয়েছে বিভিন্ন দেশের শর্ট ফিল্ম। এর পাশাপাশি সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘দুগ্গি’, শ্রীতমা দে-র ‘২২শে… ন হন্যতে’, শুভ্রা ঘোষালের ‘নেশা’, ডকুমেন্টারি দেবনাথ কমিকস প্রাইভেট লিমিটেড, ‘ফাঁসি লাইভ’, ‘ওয়েভলেংথ’, বাংলাদেশের ‘ফারঅ্যাওয়ে’-সহ উল্লেখযোগ্য ছবির বিশেষ স্ক্রিনিংও হয়েছে। এছাড়াও উল্লেখ্য ভাবে দেখানো হয়েছে পারমিতা মুন্সি পরিচালিত চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত ‘দ্য লাস্ট ট্রাম’।

advertisement

আরও পড়ুন– সিনেমা হল, শপিং মল, অফিস, হোস্টেল- টয়লেটের দরজা নীচে কিছুটা ফাঁকা থাকে কেন? কখনও ভেবে দেখেছেন?

গত ২৮ জানুয়ারি বিকেল ৫টা থেকে রাত ১০ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা-সহ প্রায় ৩৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। সেই সঙ্গে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এবং ‘লেট জীবন গুহ মেমোরিয়াল অ্যাওয়ার্ড’-ও ছিল বিশেষ ভাবে উল্লেখ্য। চলতি বছরে নতুন চালু করা হল ‘ক্লিক ওটিটি চয়েস অ্যাওয়ার্ড’। এর পাশাপাশি ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আওতায় ছিল ‘বোরোলিয়ানা শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-ও।

ড. মোহন আগাসে

উৎসবের শেষ দিনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে বর্ষীয়ান অভিনেতা ড. মোহন আগাসের হাতে। সেই সঙ্গে একাধিক শর্ট ফিল্মের স্ক্রিনিংও হয়েছে। যার মধ্যে অন্যতম হল সঞ্জয় মিশ্র অভিনীত ‘গিধ’, বৌদ্ধায়ন মুখোপাধ্যায় পরিচালিত অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ‘২৫১’, যুধাজিৎ বসু পরিচালিত ‘নিহিমিচ’, শান্তিলাল মুখোপাধ্যায় অভিনীত ‘দ্য ড্রিমক্যাচার’, মুনমুন সেন এবং সব্যসাচী চক্রবর্তী অভিনীত ‘ক্যাবেজ’।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ক্লিক ওটিটি চয়েজ অ্যাওয়ার্ড’ – এ বেস্ট বেঙ্গলি শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে ‘এক কেরানি ও পৃথিবী’ ৷ এ ছাড়া বেস্ট অ্যাক্টর ইন বেঙ্গলি শর্ট ফিল্ম পুরষ্কার গিয়েছে দেবাশীষ রায়ের দখলে । পাশাপাশি বেস্ট ডিরেক্টর ইন বেঙ্গলি শর্ট ফিল্মে বিজয়ী হয়েছেন প্রশান্ত চট্টোপাধ্যায় ( ২২ শে ন হণ্যতে)।

বাংলা খবর/ খবর/বিনোদন/
IKSFF 2024: আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল শহরে; তারকাখচিত এই উৎসবে সম্মানিত হলেন বর্ষীয়ান অভিনেতা মোহন আগাসে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল