মুখ ঢেকে ছদ্মবেশ ধরে ভক্তদের ভিড়ে মিশেও শেষরক্ষা হল না, রাম লালা ঠিক চিনে ফেললেন এই অভিনেতাকে; ভাইরাল হল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Film Star Ayodhya Viral Video: রাম মন্দিরের উদ্বোধনের পরের দিনই সাধারণ ভক্তদের ভিড়ে মিশেই রাম লালার দর্শন সারলেন তিনি। তবে সেটা পুরোপুরি ছদ্মবেশে, যাতে কেউ তাঁকে চিনতে না পারেন! একটি ভিডিওতে এই ঘটনার ঝলকও ভাগ করে নিলেন অনুপম খের।
অযোধ্যা: এক সপ্তাহ আগেই উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম লালার। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছিল সিনে দুনিয়ার তাবড় তারকাদের। হেমা মালিনী, অমিতাভ বচ্চন, রণবীর কাপুর – কে ছিলেন না সেই অতিথি তালিকায়! বাদ যাননি অনুপম খেরও। গত ২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অভিনেতা। কিন্তু রাম মন্দিরের উদ্বোধনের পরের দিনই সাধারণ ভক্তদের ভিড়ে মিশেই রাম লালার দর্শন সারলেন তিনি। তবে সেটা পুরোপুরি ছদ্মবেশে, যাতে কেউ তাঁকে চিনতে না পারেন! একটি ভিডিওতে এই ঘটনার ঝলকও ভাগ করে নিলেন অনুপম খের।
ভিডিও-র ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “অনুগ্রহ করে একেবারে শেষ পর্যন্ত দেখুন। গতকাল আমি রাম মন্দিরে গিয়েছিলাম আমন্ত্রিত অতিথি হিসাবে! কিন্তু আজ আমি ভাবলাম সকলের সঙ্গে চুপচাপ আমিও মন্দিরে যাই। আর ভক্ত সমাগম দেখে আমার মন একেবারে ভরে গিয়েছে। রামজির দর্শনের জন্য মানুষের উদ্যম এবং ভক্তি ছিল চোখে পড়ার মতো! যখন আমি সেখান থেকে ফিরছিলাম, এক ভক্ত আমার কানে কানে বলেন, ভাই মুখ ঢেকে রাখলেও কিছু হবে না! রামলালা ঠিক চিনে ফেলেছেন!”
advertisement
advertisement
कृपया अंत तक देखे: कल मैं आमंत्रित अतिथि बनकर राम मंदिर गया था! पर आज सबके साथ चुपचाप मंदिर जाने का मन किया।भक्ति का ऐसा समंदर देखने को मिला कि हृदय गद गद हो उठा।लोगों का राम जी को देखने का उत्साह और भक्तिभाव देखते ही बन रहा था।जब मैं निकलने लगा तो एक भक्त हल्के से कान में बोला,… pic.twitter.com/S0O5X3TVSk
— Anupam Kher (@AnupamPKher) January 23, 2024
advertisement
এমনিতে সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনযাপনের ঝলক ভক্তদের সঙ্গে হামেশাই ভাগ করে নেন অনুপম খের। এমনকী নিজের অনুভূতিও প্রকাশ করতে দ্বিধা করেন না অভিনেতা। ৬৮ বছর বয়সেও বি-টাউনে সক্রিয় তিনি। নিজের অভিনয় দক্ষতা এবং ছবির মাধ্যমে সকলের মনে নিজের জায়গা একই রকম ভাবে ধরে রাখতে সক্ষম হয়েছেন প্রবীণ অভিনেতা। অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক হয়েছিল। কিন্তু ওই ছবিতে অনুপম খেরের অভিনয় আলাদা ভাবেই প্রশংসিত হয়েছিল। এখনও পর্যন্ত কয়েকশো ছবিতে অভিনয় করেছেন অনুপম খের। এরপর ‘মুঙ্গিলাল রকস’ এবং ‘মেট্রো ইন দিন’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রবীণ ওই অভিনেতাকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Ayodhya,Faizabad,Uttar Pradesh
First Published :
January 30, 2024 2:03 PM IST