Zomato কী জানিয়েছে?
ক্ষমা চাওয়ার পর Zomato তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, বিজ্ঞাপনে বলা ‘মহাকালথালি’ (Mahakal Thali) বলতে আসলে তারা 'মহাকাল রেস্তরাঁ'র প্লেটকে বুঝিয়েছে, মহাকালেশ্বর মন্দিরকে নয়। আসলে Zomato-র এই নতুন বিজ্ঞাপনে হৃতিককে বলতে দেখা যাচ্ছে, "আমার খুব খিদে পেয়েছে, তাই আমি মহাকাল থেকে একটা প্লেট অর্ডার করেছি।" বিজ্ঞাপনটিতে মহাকালেশ্বর মন্দিরের নামের সঙ্গে মিলিয়ে হৃতিক রোশনের বিজ্ঞাপন নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে। হৃতিকের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হচ্ছে।
advertisement
আরও পড়ুন : ১৫০-র বেশি টিভি শো ও ছবিতে অভিনয়, ৩০ বছর অভিনয়ের পর সন্ন্যাস গ্রহণ অভিনেত্রীর
এই বিজ্ঞাপনের ভিডিওতে হৃতিক রোশন অনেক শহরের নাম নিয়ে বিজ্ঞাপন করেছেন। যার মধ্যে উজ্জয়িনীর নামও রয়েছে। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, হৃতিক রোশনকে Zomato-র ফুড ডেলিভারি বয় একটি বিরিয়ানির প্যাকেট দেওয়ার পরে, হৃতিক বলছেন, ‘থালি কা মন কিয়া, উজ্জয়িন মে হ্যায়, তো মহাকাল সে মাঙ্গওয়া লিয়া’, অর্থ খেতে ইচ্ছে হয়েছে তাই মহাকাল থেকে অর্ডার করে নিয়েছি। হৃতিকের এই বিজ্ঞাপনের ভিডিও সামনে আসার পরই মহাকাল মন্দিরের পুরোহিতরা এই বিজ্ঞাপনের বিরোধিতা শুরু করেছেন।
আরও পড়ুন : উৎসবের মরশুমে উদ্বেগ বায়ুদূষণ, সমস্যা মোকবিলায় জরুরি বৈঠক ডাকলেন পরিবেশমন্ত্রী
ওই মন্দিরের পুরোহিতরা বিজ্ঞাপনের তীব্র আপত্তি জানিয়েছেন। শুধু তাই নয়, পুরোহিতরা এই বিজ্ঞাপনের বিরুদ্ধে এটাও অভিযোগ করেছেন যে মহাকাল মন্দির থেকে এমন কোনও প্লেট সারা দেশে তো দূর অস্ত, এমনকী উজ্জয়িনীর ঘরে ঘরেও পৌঁছে দেওয়া হয় না, শুধুমাত্র মন্দিরের সামনে ভক্তদের বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। হৃতিকের এই বিজ্ঞাপনের ভিডিও নিয়ে বিতর্ক দানা বাঁধতেই অনেকে বলিউডের সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন!